আমেরিকা

নিকোলাস হত্যা: মেমফিস পুলিশের বিশেষ ইউনিট বিলুপ্ত ঘোষণা

কৃষ্ণাঙ্গ তরুণ টায়ার নিকোলাসকে পিটিয়ে হত্যার ঘটনায় টেনেসির মেমফিস পুলিশের বিশেষ 'স্করপিয়ন ইউনিট' স্থায়ীভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নিকোলাস হত্যাকাণ্ডের সাথে এই ইউনিটের কর্মকর্তারা জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এক বিবৃতিতে স্করপিয়নের বাকি ইউনিটগুলোও ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে মেমফিস পুলিশ বিভাগ। ‘স্ট্রিট ক্রাইমস অপারেশন টু রেস্টর পিস ইন আওয়ার নেইবারহুডস’ বোঝাতে সংক্ষেপে স্করপিয়ন (Scorpion) নামটি ব্যবহার করা হয়। এটি ইউনিট পুলিশের ৫০ জন সদস্য নিয়ে গঠিত। নির্দিষ্ট এলাকায় অপরাধ সংঘটনের মাত্রা কমিয়ে আনার উদ্দেশ্যে এই ইউনিট গঠন করা হয়েছিল। ডাকাতি, গাড়ি চুরিসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের বড় ধরনের অপরাধ দমানোর ওপর গুরুত্ব দিয়ে ২০২১ পুলিশের স্করপিয়ন ইউনিট চালু করা হয়। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে নিকোলসকে গ্রেপ্তার করা হয়েছিল। নিকোলসের মৃত্যুর ঘটনায় যে পাঁচ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ‘দ্বিতীয়-ডিগ্রির হত্যার’ অভিযোগ আনা হয়েছে, তাঁরা সবাই কৃষ্ণাঙ্গ। টেনেসির আইনে ‘দ্বিতীয়-ডিগ্রির হত্যা’কে জেনেশুনে অন্যকে ‘হত্যা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে যা পূর্বপরিকল্পিত নয়। তাঁদের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো—জেনেশুনে গুরুতর আক্রমণ, গুরুতর অপরাধজনিত অপহরণ, পেশাগত অসদাচরণ ও নিপীড়ন। এলএবাংলাটাইমস/ওএম