আমেরিকা

এবার কানাডার আকাশসীমায় অজ্ঞাত বস্ত, গুলি করে নামালো যুক্তরাষ্ট্র

এবার কানাডার আকাশে অজ্ঞাত সিলিন্ডার আকৃতির একটি বস্তু শনাক্ত করে সেটি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এফ-২২ দিয়ে গুলি করে নামানো হয়েছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শনিবার (১১ জানুয়ারি) কানাডার উত্তরের ইউকন অঞ্চলের ওপর থেকে উড়ে যাওয়া বস্তুটি গুলি করে নামানোর কথা প্রথম জানান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ধ্বংসাবশেষ কানাডার সেনারাই উদ্ধার করবে এবং সেগুলো বিশ্লেষণ করে দেখবে। কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ অজ্ঞাত বস্তুটি কী হতে পারে, সে সম্বন্ধে কোনো জল্পনা-কল্পনা করতে অস্বীকৃতি জানান। বস্তুটি সিলিন্ডার আকৃতির, সপ্তাহখানেক আগে সাউথ ক্যারোলাইনার উপর থেকে গুলি করে নামানো বেলুনের চেয়ে এটি ছোট, বলেন তিনি। অনিতা জানান, অজ্ঞাত বস্তুটি ৪০ হাজার ফুট উঁচু দিয়ে উড়ছিল, পূর্বাঞ্চলীয় মান সময় ৩টা ৪১ মিনিটে যখন এটিকে গুলি করা হয়, তখন সেটি বেসামরিক বিমান চলাচলে ঝুঁকি সৃষ্টি করেছিল। 'কানাডার ভূখণ্ডে এই বস্তুর প্রভাব নিয়ে জনসাধারণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না' সংবাদ সম্মেলনে বলেছেন তিনি। পেন্টাগন বলেছে, শুক্রবার সন্ধ্যায় নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) আলাস্কার ওপর বস্তটি শনাক্ত করে। 'আমাদের কাছে এখন পর্যন্ত বস্তুটির সক্ষমতা, উদ্দেশ্য বা উৎস সম্পর্কে নতুন কোনো তথ্য নেই'- শনিবার বলেছে যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড। ঠাণ্ডা বাতাস, তুষারপাতের মতো আর্কটিকের জটিল আবহাওয়া এবং কম দিনের আলো অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটাতে পারে। এর আগে গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-২২ জঙ্গি বিমান সাউথ ক্যারোলাইনার উপকূলে একটি চীনা বেলুনকে গুলি করে নামিয়েছিল। ওই বেলুনটি সপ্তাহখানেক ধরে যুক্তরাষ্ট্র ও কানাডার ওপর দিয়ে উড়েছিল। যুক্তরাষ্ট্র একে চীনা নজরদারি বেলুন বললেও বেইজিংয়ের দাবি, তাদের বেলুনটি বেসামরিক গবেষণায় নিয়োজিত ছিল। ২০০ ফুট লম্বা বেলুনটি গুলি করে নামানোর পর থেকে তার ধ্বংসাবশেষ ও সেটি যেসব ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করছিল, তা উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে। বেলুনটির উল্লেখযোগ্য অংশ এরই মধ্যে হয় উদ্ধার, নয়তো শনাক্ত করা হয়েছে, বলেছে পেন্টাগন। এলএবাংলাটাইমস/ওএম