আমেরিকা

মিশিগান ইউনিভার্সিটি ক্যাম্পাসে বন্দুক হামলা: মৃত ৩, আহত ৫

মিশিগান স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে সোমবার (১৩ জানুয়ারি) বন্দুক হামলায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছেন বলে টুইটারে জানান পুলিশ। পুলিশ জানিয়েছে, পাঁচজন আহতদের শারীরিক অবস্থাই সঙ্কটাপন্ন। পুলিশ কর্মকর্তারা জানান, হামলাকারী খুব সম্ভবত একজনই। তাকে সর্বশেষ পায়ে হেঁটে ইস্ট ল্যানসিং এর ইউনিয়ন ভবন থেকে বের হতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হবে। হামলাকারী খুব সম্ভবত একজন কৃষ্ণাঙ্গ, তার উচ্চতা খুব বেশি নয় এবং তার মুখে একটি মাস্ক ছিল। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য একত্রে কাজ করছে। পুলিশ জানিয়েছে, প্রথমে বার্কে হলের কাছে একটি গুলি ছোঁড়া হয়। এরপর ক্যাম্পাসের ফিটনেস সেন্টার আইএম ইস্ট এর দিকে আরও একাধিক গুলি ছোঁড়া হয় এবং এতে একাধিক ব্যক্তি আহত হয়। পুলিশ জানিয়েছে, জাস্টিস ডিপার্টমেন্ট ইন্টিলিজেন্স ফিউশন সেন্টার আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেন যে ক্যাম্পাসে গুলি ছোঁড়া হয়েছে এবং হামলাকারীর হাতে বন্দুক রয়েছে। রাত ১০টা ৯ মিনিটে পুলিশ জানায় আহতদের স্থানীয় স্প্যারো হসপিটালে ভর্তি করানো হয়েছে। ব্রোডি হল, ফিলিপস হল, ম্যাসন হল, অ্যাবট হল, লন্ডল হল, দ্য এমএসিউ ইউনিয়ন এবং বার্কে হল তল্লাশী করা হয়েছে এবং বর্তমানে কোনো শঙ্কা নেই। এমএসইউ পুলিশ জানায়, হামলাকারী পলাতক এবং তার সাথে কোনো গাড়ি নেই। ক্যাম্পাসের বাইরের এবং ভিতরের সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ হামলাকারীকে খুঁজছে। আগামী ৪৮ ঘণ্টার জন্য ক্লাস, অ্যাথেলেটিক্সসহ ক্যাম্পাসের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। এক টুইটারে পুলিশ জানায় যে আগামীকাল ক্যাম্পাস বন্ধ থাকবে। এলএবাংলাটাইমস/ওএম