আমেরিকা

লাতিন আমেরিকার পর্যটনকেন্দ্র মাচুপিচু পর্যটকদের জন্য উন্মুক্ত

লাতিন আমেরিকার অন্যতম পর্যটনকেন্দ্র মাচুপিচু পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। পেরুতে বিক্ষোভের জেরে কয়েক সপ্তাহ বন্ধ রাখার পর গতকাল বুধবার মাচুপিচু খুলে দেওয়া হয়। গত বছরের ডিসেম্বর মাসে পেরুর সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে অপসারণ ও তাঁকে কারাদণ্ড দেওয়ার পর দেশটিতে সহিংস বিক্ষোভ শুরু হয়। এতে আন্দেজ শহরে পর্যটকেরা আটকা পড়েন। এরপর পেরুর সরকার মাচুপিচু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন । মাচুপিচু ও কাসকো শহরের মধ্যে চলাচলরত সব ট্রেন স্থগিত করা হয়েছে। পেরুর দক্ষিণাঞ্চলে এখনো বিক্ষোভ, সড়ক অবরোধ চলছে। তবে সম্প্রতি কয়েক দিনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।পর্যটন ব্যবসা, কর্তৃপক্ষ ও স্থানীয় নেতাদের সঙ্গে চুক্তির পর মাচুপিচু খুলে দেওয়া হয়। মাচুপিচুতে নিরাপত্তা ও পরিবহনব্যবস্থা নিশ্চিত করতে এই চুক্তি হয়েছে। মাচুপিচু খুলে দেওয়ায় আর্জেন্টিনার পর্যটকেরা বেশি সুবিধা পাবেন। কারণ, এ সময় তাঁদের গরমের ছুটি চলছে। ওয়েবসাইটে এক নারী তাঁর আনন্দ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন ১৩ ফেব্রুয়ারি তাঁরা কাসকোতে পৌঁছেছেন। আর এক দিন পরেই মাচুপিচু খুলে দেওয়া হলো। এটা খুবই বিস্ময়কর। ১৫ শতকে মাচুপিচু নির্মিত হয়। ধারণা করা হয়, ইনকা সাম্রাজ্যের কোনো সম্রাটের জন্য এটি নির্মাণ করা হয়েছিল। স্প্যানিশ শাসনামলে এটি পরিত্যক্ত ছিল। ১৯১১ সালে পর্যটনবিষয়ক গবেষক হিরাম বিংহাম এটি পুনরায় আবিষ্কার করেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস