আমেরিকা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার হসপিস কেয়ারে

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার জর্জিয়ায় তার বাড়িতে হসপিস কেয়ার পাচ্ছেন। কার্টার সেন্টারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। কার্টার সেন্টার জানিয়েছে, একাধিক হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার তার পরিবারের সঙ্গে বাড়িতে তার অবশিষ্ট সময় কাটাতে এবং অতিরিক্ত চিকিৎসা হস্তক্ষেপের পরিবর্তে হসপিস কেয়ারে যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জিমি কার্টারের এমন সিদ্ধান্তে তার পরিবার এবং মেডিকেল টিম সমর্থন জানিয়েছে। এর আগে বেশ কয়েকবার পড়ে গিয়ে গুরুতর আহত হন জিমি কার্টার। ২০১৯ সালের অক্টোবরে তার মুখে সেলাইও পড়ে। তার আগে ওই বছরের মে মাসে বাড়িতে পড়ে গিয়ে তার পায়ের হাড় ভেঙে যায়। সে সময় অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় তাকে।২০১৫ সালে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের যকৃতে ক্যানসার ধরা পড়ে। সে সময় নিজেই এই তথ্য জানান তিনি। তবে ক্যানসার ধরা পড়ার ছয় মাস পর কার্টার জানান, তার আর চিকিৎসার প্রয়োজন নেই। ওষুধ গ্রহণ করেই তা নিয়ন্ত্রণে আসে। জিমি কার্টারের বয়স এখন ৯৮ বছর। মার্কিন ইতিহাসে তিনি সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। সাবেক ডেমোক্র্যাট জিমি কার্টার ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট। ৫ বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন জিমি কার্টার। ১৯৮০ সালে পুনর্নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রোনাল্ড রিগ্যানের কাছে হেরে যান তিনি। ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান জিমি কার্টার।


এলএবাংলাটাইমস/আইটিএলএস