আমেরিকা

খুনের রিপোর্ট করতে যেয়ে গুলিতে সাংবাদিকের মৃত্যু

ফ্লোরিডার অরল্যান্ডোতে বুধবার (২২ ফেব্রুয়ারি) একটি ক্রাইম সিনের কাছে বন্দুক হামলায় এক টিভি সাংবাদিক ও ৯ বছর বয়সী কিশোরীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে কিশোরীর মা। পুলিশ জানিয়েছে, এই বন্দুক হামলার এক ঘণ্টা আগে এর কাছেই আরেকটি খুন হয়। সেই খুনের রিপোর্ট করতে গেলে আগের খুনের দায়ে সন্দেহভাজন ব্যক্তিই এক সাংবাদিকের ওপর গুলি ছুঁড়ে। এরপর পাশের একটি বাড়িতে যেয়ে ৯ বছরে বয়সী এক কিশোরী ও তার মা'কে গুলি করে। পুলিশ জানায়, একটি খুনের রিপোর্ট করতে গেলে সন্দেহভাজন খুনি সেখানে ফিরে আসে ও গুলি চালায়। সেখানে স্পেকটার্ম নিউজের দুই সাংবাদিক উপস্থিত ছিল। প্রথমে সাংবাদিককে গুলি করার পর সে অন্যদের গুলি করে। হামলাকারী একজন কিশোর বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত তিনজনের কারো পরিচয় জানা যায়নি। অরেঞ্জ কাউন্টি শেরিফ জন মিনা জানান, গুলিতে মৃত সাংবাদিক ঘটনাস্থলে অন্য আরেকটি খুনের রিপোর্ট করতে আসে। ২০ বছর বয়সী এক তরুণীকে গাড়িতে গুলি করে হত্যার রিপোর্ট করতে আসলে গুলিবিদ্ধ হোন সাংবাদিক। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর বিরুদ্ধে এর আগের একাধিক মামলা রয়েছে। এই হামলাকারীকে আটক করে পুলিশি জিম্মায় নেওয়া হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম