আমেরিকা

টেক্সাসে ছুরি হামলায় ৩ শিশুর মৃত্যু, আহত আরও ২

টেক্সাসের ইটালি শহরের একটি বাড়িতে ছুরি হামলায় ৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও দুইজন। ইলিস কাউন্টি শেরিফ ডেপুটি জেরি কোজবাই জানান, বিকাল ৪টার দিকে কল পেয়ে ইটালির সাউথ হ্যারিস স্ট্রিটে ডেপুটি সদস্য পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় একাধিক শিশুকে উদ্ধার করে পুলিশ। এদের মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। বাকি দুইজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হতাহতদের সবাই শিশু বলে জানায় কর্তৃপক্ষ। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। টেক্সাস ডিপার্টমেন্ট অব ফ্যামিলি অ্যান্ড প্রোটেক্টিভ সার্ভিসেস জানান, আমরা এই ঘটনায় মর্মাহত। এটি কেনো এবং কিভাবে ঘটেছে জানতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কাজ শুরু করেছি। দ্য ইলিস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট এই ঘটনার তদন্ত শুরু করেছে। এলএবাংলাটাইমস/ওএম