আমেরিকা

ম্যাক্সিকোগামী জাহাজে রহস্যময় অসুস্থতায় ৩০০ আরোহী

টেক্সাস থেকে মেক্সিকোয় যাত্রাপথে প্রমোদতরি 'রুবি প্রিন্সেস' এর ৩০০ জনের বেশি আরোহী অসুস্থ হয়ে পড়েন বলে জানায় ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। তবে কী কারণে এত আরোহীর এ অসুস্থতা, তা এখনও স্পষ্ট নয়। গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত রুবি প্রিন্সেস যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে যাত্রা করেছিল। জাহাজটিতে যাত্রী ছিলেন ২ হাজার ৮৮১ জন। তাঁদের মধ্যে ২৮৪ জন অসুস্থ হয়ে পড়েন। জাহাজে ক্রু সদস্য ছিলেন ১ হাজার ১৫৯ জন। তাঁদের মধ্যে অসুস্থ হন ৩৪ জন। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) দেওয়া তথ্য অনুযায়ী, ওই যাত্রী এবং ক্রু সদস্যরা বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। গত মঙ্গলবার পর্যন্ত তাঁদের এ অসুস্থতার কারণ জানা যায়নি। সিডিসি বলছে, যাত্রীরা অসুস্থ হয়ে পড়তে থাকলে ক্রুরা জাহাজটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা শুরু করেন। রোগজীবাণু দূর করতেও নেওয়া হয় নানা পদক্ষেপ। পাশাপাশি সিডিসির পরীক্ষা-নিরীক্ষার জন্য যাত্রীদের মলের নমুনা সংগ্রহ করা হয়। এলএবাংলাটাইমস/ওএম