আমেরিকা

ম্যাক্সিকো ভ্রমণে সতর্কতা জারি করেছে টেক্সাস কর্তৃপক্ষ

আসন্ন বসন্তের ছুটিতে নিরাপত্তাজনিত কারণে মার্কিনীদের ম্যাক্সিকো ভ্রমণ করতে মানা করেছেন ইউএস স্টেট অব টেক্সাস কর্তৃপক্ষ। দ্য টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি (ডিপিএস) জানান, ম্যাক্সিকোতে যারা যাবেন তাদের জন্য ড্রাগ কার্টেল মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়ায়। গত সপ্তাহে চারজন আমেরিকান ম্যাক্সিকো থেকে অপহৃত হওয়ার পর এই সতর্কতা জারি করেছেন কর্তৃপক্ষ। অপহৃত চারজনের মধ্যে দুইজন মারা গেছেন, বাকি দুইজন নিরাপদে ফিরে এসেছেন। এছাড়াও ম্যাক্সিকোতে কাপড় বিক্রি করতে যেয়ে ফেব্রুয়ারি মাসে তিন নারী নিখোঁজ আছেন। তাদের অনুসন্ধানে কাজ করছেন ম্যাক্সিকো কর্তৃপক্ষ। ডিপিএস ডিরেক্টর স্টেভেন ম্যাকক্রো জানান, ম্যাক্সিকোতে যারাই যাবেন, তাদের জন্য সাম্প্রতিক ড্রাগ কার্টেলের তৎপরতা এবং অন্যান্য সহিংস কাজগুলো হুমকির কারণ হয়ে দাঁড়াবে। তাই এই সময়ে কাউকে ম্যাক্সিকো ভ্রমণ করতে মানা করা হচ্ছে'। এলএবাংলাটাইমস/ওএম