আমেরিকা

রাশিয়ার ফাইটার জেট ভূপাতিত করলো যুক্তরাষ্ট্রের ড্রোন

রাশিয়ার ফাইটার জেটের সাথে মধ্য আকাশে সংঘর্ষ হয়েছে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনের। আমেরিকান মিলিটারি সূত্র জানায়, সংঘর্ষের পর ইউএস এয়ারক্রাফটি ব্ল্যাক সি'তে ক্র‍্যাশ করে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সংঘাতের সম্ভাবনা দিনদিন জোড়ালো হচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছে, আন্তর্জাতিক আকাশসীমায় ড্রোনটি রুটিন মিশনে ছিল। তখন দুইটি রাশিয়ান জেট সেটিকে বাধাগ্রস্ত করে। রাশিয়া জানিয়েছে, ড্রোনটিকে সরাসরি কোনো আঘাত করা হয়নি। নিজে নিজেই এটি ধংস হয়ে গেছে। দ্য রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রি আরও জানায়, এমকিউ-৯ রিপার ড্রোনটি ট্রান্সপন্ডার্স বন্ধ রেখেই উড়ছিল। ট্রান্সপোন্ডার্স বন্ধ থাকলে এয়ারক্রাফট ট্র‍্যাক করা যায় না। এলএবাংলাটাইমস/ওএম