ভার্জিনিয়ায় পুলিশি জিম্মায় থাকা এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন সাতজন শেরিফ ডেপুটি। তাদের বিরুদ্ধে সেকেন্ড-ডিগ্রী মার্ডারের অভিযোগ প্রমাণিত হয়েছে।
ইরভো অটিয়েনো (২৮) নামের এক কৃষ্ণাঙ্গ যুবক গত ৬ মার্চ পুলিশি হেফাজতে মারা যায়। তাকে কারাগার থেকে মেন্টাল হেলথ ফ্যাসিলিটিতে স্থানান্তরকালে তার মৃত্যু হয়।
আইনপ্রণেতারা জানান, ডেপুটি সদস্যরা ইরভোকে শ্বাসরোধে হত্যা করেছেন। তবে এখন পর্যন্ত এই সংক্রান্ত মেডিকেল পরীক্ষা ফল পাওয়া যায়নি।
বুধবার (১৫ মার্চ) আদালতে ডিনউইডি কাউন্টি কমনওয়েলথ লয়্যাত অ্যান ক্যাবেল ব্যাস্কারভিল শুনানিতে দাবি করেন, ৭ জন পুলিশ ১২ মিনিট যাবত ইরভোর হাত এবং পা হ্যান্ডকাফে আটকে মাটিতে ফেলে রাখে।
আইনজীবী দাবি করেন, ইরভোকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
আইনজীবী জানান, এই ঘটনার ভিডিও প্রকাশিত হয়েছে এবং এটি খুবই বেদনাদায়ক ও নির্মম ভিডিও। গত ৩ মার্চ অটিয়েনোকে সম্ভাব্য ডাকাতির মামলায় আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম