আমেরিকা

সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতীয় দূতাবাসে খালিস্তানপন্থীদের হামলা

পাঞ্জাবের খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে মুক্তির দাবিতে সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতীয় দূতাবাসে হামলা করেছে খালিস্তানপন্থীরা। সোমবার (২০ মার্চ) ওই দূতাবাসে খালিস্তানের হলুদ পতাকা সরিয়ে ফেলার পরই ওই হামলা হয় বলে অভিযোগ। দূতাবাসের দেওয়ালে ‘ফ্রি অমৃতপাল’ লেখা গ্রাফিতিও দেখা গেছে। এদিকে খালিস্তানপন্থীরা অমৃতপালের মুক্তির দাবি তুললেও তাকে এখনও ধরতেই পারেনি ভারতের পুলিশ। বরং পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ‘ওয়ারিস দা পাঞ্জাবের’ অমৃতপাল। সান ফ্রান্সিসকোতে দূতাবাসে হামলার একাধিক ভিডিওতে দেখা গেছে, খালিস্তানিদের হলুদ পতাকা আটকানো লাঠির অংশ দিয়ে দূতাবাসের মূল দরজার কাঁচ ভাঙছেন অনেকে। এক পর্যায়ে দূতাবাসের ভেতরেও ঢুকে পড়েন তারা। এরপর সেখানেই ভাঙচুর চালান। সান ফ্রান্সিসকোর আগে লন্ডনের ভারতীয় দূতাবাসে প্রায় একই ধরনের হামলা চালিয়েছেন খালিস্তানপন্থীরা। লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসে ভারতের জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয় বলেও তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এলএবাংলাটাইমস/ওএম