আমেরিকা

প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান রবার্ট এফ কেনেডি জুনিয়র

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে কাগজপত্র জমা দিয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। রবার্ট এফ কেনেডি আততায়ীর হাতে খুন হওয়া সিনেটর রবার্ট এফ কেনেডির ছেলে ও প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা। রবার্ট এফ কেনেডি জুনিয়রের বয়স ৬৯ বছর। রবার্ট এফ কেনেডি জুনিয়র একজন পরিবেশবাদী আইনজীবী। তাঁর প্রচারণা কোষাধ্যক্ষ জন এফ সুলিভান বুধবার (৫ এপ্রিল) জানান, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কাগজপত্র জমা দিয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। রবার্ট এফ কেনেডি একজন অ্যান্টি-ভ্যাকসিন ক্যাম্পেইনার। ২০২১ সালে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ এনে ইনস্টাগ্রাম রবার্ট জুনিয়রের অ্যাকাউন্ট মুছে দেয়। এদিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আগে থেকেই জানান যে তিনি ২০২৪ সালের নির্বাচনেও প্রার্থী হতে চান। তবে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বাইডেন। এদিকে গত মাসে ডেমোক্রেটিক ম্যারিন উইলিয়ামসন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতার ঘোষণা দেন। মার্চে কেনেডি টুইটার পোস্টে জানান তিনি নির্বাচনে অংশ নিতে পারেন। কেনেডি জানান, তিনি যদি নির্বাচনে অংশ নেন তবে প্রধান লক্ষ্য হবে রাষ্ট্র এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুর্নীতিযুক্ত সংযোগ বন্ধ করা। এলএবাংলাটাইমস/ওএম