সাউথ ক্যারোলিনার একটি সৈকতে শুক্রবার (৭ এপ্রিল) বন্দুকধারীর গুলিতে ছয়জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, স্প্রিং ব্রেকের আগে হাই স্কুলের বেশকিছু শিক্ষার্থী সৈকতে জড়ো হয়। একপর্যায়ে বিবাদ ছড়িয়ে পড়ে ও পরবর্তীতে গোলাগুলি শুরু হয়।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ প্রধান কেভিন কোরনেট জানান, বিকাল ৫টা ২০ মিনিটের দিকে চার্লেস্টনের ১৫ মাইল ইস্টে ইসলে অব পামসের একটি সৈকতে এই বন্দুক হামলাটি হয়।
বন্দুকধারী গুলি ছোঁড়ার সময় সৈকতে কয়েক শতাধিক মানুষ ছিল বলে জানিয়েছে পুলিশ। সিনিয়র স্কিপ ডে উদযাপন করতে সেখানে অনেক শিক্ষার্থী জড়ো হলে বেশ কয়েকটি বিবাদের সূত্রপাত হয় ও সেখান থেকে গোলাগুলি শুরু হয়।
কোরনেট জানান, হতাহতদের মধ্যে ৫ জনের বয়স ১৮ এর মধ্যে, আর আহত আরেক নারীর বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হতাহতের মধ্যে কারোর প্রাণনাশের হুমকি নেই বলেই জানায় কর্তৃপক্ষ।
এই বন্দুক হামলায় কতোজন বন্দুকধারী ছিল সেটা জানা যায়নি। তবে এই হামলার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে এই আগ্নেয়াস্ত্রগুলো থেকেই গুলি ছোঁড়া হয়েছে কী না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এলএবাংলাটাইমস/ওএম