আমেরিকা

দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু

জর্জিয়ায় শনিবার (৮ এপ্রিল) বিকেলে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। নিউটাউন কাউন্টি শেরিফ অফিসার সার্জেন্ট জ্যাক রেডলিঙ্গার জানান, আটলান্টা থেকে ৪০ মাইল ইস্টে নিউটাউন কাউন্টির অ্যাডামস সার্কেলের ১৪২ হাইওয়েতে দুর্ঘটনাটি হয়। রেডলিঙ্গার জানান, একই গাড়িতে থাকা পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনও মৃতদের নাম-ঠিকানা প্রকাশ করেনি। এছাড়া মৃতদের বয়স নিয়েও কোনো বৃত্তান্ত প্রকাশ করেনি কর্তৃপক্ষ। রেডলিঙ্গার জানান, দুর্ঘটনার শিকার অপর গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর। দুর্ঘটনার কারণ নিয়ে এখনও তদন্ত চলছে এবং কী কারণে এই সংঘর্ষ হয়েছে তা নিশ্চিত করেনি পুলিশ। এলএবাংলাটাইমস/ওএম