উইসকনসিনের উত্তর-পশ্চিম অঞ্চলে একটি ট্রাফিক স্টপে গোলাগুলির ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু হয়েছে।
উইসকনসিন ডিপার্টমেন্ট অব জাস্টিস জানিয়েছে, দুপুর ৩টা ৩৮ মিনিটের দিকে ক্যামেরনের একটি ট্রাফিক স্টপে চেটেক পুলিশ ডিপার্টমেন্ট তল্লাশী চালানোর সময় এই গোলাগুলির সূত্রপাত হয়।
স্টেট এজেন্সি সূত্র জানিয়েছে, গুলিতে একজন চেটেক অফিসার এবং ক্যামেরন পুলিশ ডিপার্টমেন্টের একজন অফিসারের মৃত্যু হয়।
গোলাগুলিতে পুলিশের উপর গুলি চালানো বন্দুকধারী আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
কর্তৃপক্ষ এখনও গুলিতে মৃত অফিসার কিংবা হামলাকারী কারোর নাম-ঠিকানা প্রকাশ করেনি। কীভাবে এই গোলাগুলির সূত্রপাত হলো কিংবা পুলিশ কেনো ট্রাফিক স্টপে তল্লাশী চালায় সেই সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।
তবে দ্য ডিপার্টমেন্টস ডিভিশন অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন জানায়, ঘটনা পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে এবং এই সম্পর্কিত সকল তথ্য ব্যারন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কাছে পেশ করা হবে।
এলএবাংলাটাইমস/ওএম