আটলান্টা জেল সেলে আটক এক কয়েদীকে পোকামাকড় ও ক্ষুদ্র পতঙ্গ জ্যান্ত খেয়ে ফেলেছে বলে দাবি করেছে তার পারিবারিক আইনজীবী।
আটক কয়েদীর নাম লাশাউন থম্পসন। তাকে অপকর্মের অভিযোগে ফুল্টন কাউন্টি জেলে রাখা হয়। পরে বিচারকরা তাকে মানসিক ভারসম্যহীন বলে রায় দেওয়ায় জেলের সাইকিয়াট্রিক উইংয়ে তাকে আটক রাখা হয়েছিল।
পারিবারিক অ্যাটর্নি মিশেল ডি হার্পার মৃত থম্পসনের বেশকিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে থম্পসনের শরীরে পোকামাকড়ের আবাস। এই বিষয়ে একটি অপরাধমূলক তদন্তের দাবি জানিয়ে হার্পার বলেন, এই বিষয়ে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।
হার্পার এক বিবৃতিতে জানান, জেলের সেলে আটক অবস্থায় আমার মক্কেল থম্পসনকে পোকামাকড় ও অন্যান্য পতঙ্গ জীবিত খেয়ে ফেলেছে। তাকে যেখানে আটক রাখা হয়েছিল সেটি বসবাসের অযোগ্য।
ফুল্টন কাউন্টি মেডিক্যাল এক্সামিনার্সের রিপোর্ট অনুসারে, ১৯ সেপ্টেম্বর থম্পসনকে জেলের সেলে অচেতন অবস্থায় পাওয়া যায়। এর তিন মাস আগে তাকে আটক করা হয়। অচেতন অবস্থায় সেলের ভেতর থেকে বের করে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
হার্পার জানান, ডিটেনশন অফিসার এবং মেডিক্যাল স্টাফেরা থম্পসনের শারীরিক অবনতি দেখলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং তাকে প্রশাসনিক কোনো সাহায্য দেয়নি।
এলএবাংলাটাইমস/ওএম