আমেরিকা

ফিলাডেলফিয়া শহরে র‍্যালির মাধ্যমে প্রচারণা শুরু বাইডেনের

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ফিলাডেলফিয়া শহরে রাজনৈতিক র‍্যালির মাধ্যমে প্রচার শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজ রাজনৈতিক জোটকে সামনে আনা ও শ্বেতাঙ্গ শ্রমিকদের সমর্থন অর্জনের উদ্দেশ্যে তিনি শনিবারের (১৭ জুন) প্রচার চালিয়েছেন। অনুষ্ঠানটির আয়োজক ছিলো আমেরিকান অর্গানাইজেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন (এএফএল-সিআইও), যার সদস্য প্রায় ১ কোটি ২৫ লাখ শ্রমিক। চলতি সপ্তাহে বাইডেন প্রশাসনের প্রতি সমর্থন জানিয়েছে সংগঠনটি। অনুষ্ঠানে উপস্থিত ২ হাজার শ্রমিককে উদ্দেশ করে এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সময় আপনাদের পাশে থাকার কথা দিয়েছিলাম, থেকেছি। আপনারাও আমার পাশে থেকেছেন।’ ট্রেড ইউনিয়ন শ্রমিকদের এমন সমর্থন নির্বাচনে ‘বিশাল’ প্রভাব ফেলবে বলে জানিয়েছেন বাইডেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে শ্রমিকদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বর্তমানে ক্ষমতায় থাকা এই প্রেসিডেন্ট। প্রশাসনের মোটামুটি ভালো সময়ে প্রচার শুরু করলেন বাইডেন। গত মাস থেকে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কমতে শুরু করেছে, চলতি মাসে ঋণ সীমা বাড়ানোর চুক্তি কংগ্রেসের অনুমোদন পেয়েছে, কমেছে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দামও। ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট দল থেকে বর্তমানে ক্ষমতায় রয়েছেন বাইডেন। ২০২০ সালের নির্বাচনি প্রচারও তিনি শুরু করেছিলেন ফিলাডেলফিয়া ও পেনসিলভেনিয়া শহর থেকেই। ২০১৬ সালে ফিলাডেলফিয়ায় রিপাবলিকান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন পেলেও ২০২০ সালে পাল্টে যায় সে চিত্র। এলএবাংলাটাইমস/এজেড