আমেরিকা

একই পরিবারের ৫ জনের মৃতদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওহাইওর একটি বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় তিন শিশুসহ পরিবারের পাঁচ সদস্যকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি মারাত্মক ঘরোয়া বিবাদ থেকে সৃষ্ট বলে অভিহিত করেছে। এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, পুলিশ ঘটনাটিকে হত্যা এবং আত্মহত্যা হিসেবে তদন্ত করছে। ইউনিয়নটাউন পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধার হওয়া নিহতরা যথাক্রমে জেসন (৪৬), মেলিসা (৪২) দম্পতি এবং তাদের সন্তান রেনি (১৫), অ্যাম্বার (১২) এবং ইভান (৯)। থানা থেকে প্রায় ১৫ মাইল দূরে লেক টাউনশিপে তাদের বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, স্টার্ক কাউন্টি করোনার অফিসের প্রধান তদন্তকারী হ্যারি ক্যাম্পবেল মৃতদের পরিচয় নিশ্চিত করেছেন। তাদের মৃত্যু একাধিক গুলি লেগে হয়েছে। তবে কে বা কারা গুলি করেছে তা স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে ঘটনায় পরিবারের বাইরে অন্য কেউ জড়িত রয়েছে বলে মনে হচ্ছে না। এই আকস্মিক মৃত্যু প্রতিবেশী, স্কুলের আধিকারিক এবং পরিবারের পরিচিত অনেককে হতবাক করেছে৷ ইউনিয়নটাউনের পুলিশ প্রধান মাইকেল ব্যাচিক ইউএসএ টুডেকে বলেছেন, ‘আমার ২৩ বছরের চাকরি জীবনে এটি সবচেয়ে খারাপ ঘটনা।  এলএবাংলাটাইমস/আইটিএলএস