আমেরিকা

খবর সংগ্রহ করতে গিয়ে ছিনতাইয়ের কবলে সাংবাদিক

যুক্তরাষ্ট্রের এক টেলিভিশন নিউজ চ্যানেলের দুই সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গিয়ে ছিনতাইয়ের কবলে পড়েছেন।শিকাগোর ওয়েস্টটাউন পাড়ায় স্থানীয় সময় সোমবার (২৮আগস্ট) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। জাহাজের মালামালের ডাকাতির সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন একজন প্রতিবেদক ও একজন চিত্রগ্রাহক। এ সময় বন্দুকের মুখে সাংবাদিকের ক্যামেরাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। শিকাগো পুলিশ জানিয়েছে, তিন মুখোশধারী ছিনতাইয়ে অংশ নেন। তারপর গাড়িতে করে তারা তারা পালিয়ে যান। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে ৮ আগস্ট শিকাগোর ওয়েস্ট সাইডে ডব্লিউএলএস-টিভির এক ফটোগ্রাফার ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। এলএবাংলাটাইমস/এজেড