যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রিপাবলিকানরা তাঁর সরকারকে ক্ষমতা থেকে সরাতে চায়। এ জন্য তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে অভিশংসন তদন্ত শুরুর সমালোচনা করার পর স্থানীয় সময় গতকাল বুধবার বাইডেন এই মন্তব্য করলেন। বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর উদ্যোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভার্জিনিয়ায় ডেমোক্র্যাটিক দলের তহবিল জোগানদাতাদের এক অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘তারা (রিপাবলিকানরা) কেন এই উদ্যোগ নিয়েছে, আমি জানি না। শুধু জানি, তারা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। আমার সরকারকে ক্ষমতা থেকে সরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাইডেন আরও বলেন, ‘অভিশংসন তদন্তের প্রতি আমার মনোযোগ নেই। আমি প্রতিদিন সকালে উঠি, অভিশংসন তদন্তে মনোযোগ দিই না। কারণ, আমার আরও অনেক কাজ আছে। গত মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরুর ঘোষণা দেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি। তিনি জানান, প্রতিনিধি পরিষদ বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত করবে। বাইডেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতিবন্ধকতা সৃষ্টি ও দুর্নীতির অভিযোগ এই তদন্তের কেন্দ্রে থাকবে। গত জানুয়ারি মাসে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেন রিপাবলিকানরা। এর পর থেকেই তাঁরা ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে তদন্ত করে আসছেন। তবে এ-সংক্রান্ত শুনানিতে বাইডেনের অসদাচরণের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে আরও নজর দিয়েছেন রিপাবলিকানরা। তাঁরা বিষয়টিকে সন্দেহজনক বলছেন। একই সঙ্গে তাঁরা হান্টারের কার্যকলাপ সম্পর্কে বাইডেনের জানাশোনা থাকার বিষয়টি সামনে আনছেন। বলেছেন, হান্টারের ব্যবসায়িক চুক্তিতে প্রভাব রেখেছেন বাইডেন। হান্টার বাইডেন বর্তমানে তাঁর বিদেশি ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট সম্ভাব্য করসংক্রান্ত অপরাধের জন্য ফেডারেল তদন্তের অধীন রয়েছেন। হান্টারের বিরুদ্ধে মামলায় কোনো ধরনের হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে হোয়াইট হাউস। একই সঙ্গে হোয়াইট হাউস বলেছে, হান্টারের ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে বাইডেনের কোনো যোগসূত্র নেই। এলএবাংলাটাইমস/আইটিএলএস
হোয়াইট হাউসের পক্ষ থেকে অভিশংসন তদন্ত শুরুর সমালোচনা করার পর স্থানীয় সময় গতকাল বুধবার বাইডেন এই মন্তব্য করলেন। বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর উদ্যোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভার্জিনিয়ায় ডেমোক্র্যাটিক দলের তহবিল জোগানদাতাদের এক অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘তারা (রিপাবলিকানরা) কেন এই উদ্যোগ নিয়েছে, আমি জানি না। শুধু জানি, তারা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। আমার সরকারকে ক্ষমতা থেকে সরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাইডেন আরও বলেন, ‘অভিশংসন তদন্তের প্রতি আমার মনোযোগ নেই। আমি প্রতিদিন সকালে উঠি, অভিশংসন তদন্তে মনোযোগ দিই না। কারণ, আমার আরও অনেক কাজ আছে। গত মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরুর ঘোষণা দেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি। তিনি জানান, প্রতিনিধি পরিষদ বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত করবে। বাইডেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতিবন্ধকতা সৃষ্টি ও দুর্নীতির অভিযোগ এই তদন্তের কেন্দ্রে থাকবে। গত জানুয়ারি মাসে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেন রিপাবলিকানরা। এর পর থেকেই তাঁরা ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে তদন্ত করে আসছেন। তবে এ-সংক্রান্ত শুনানিতে বাইডেনের অসদাচরণের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে আরও নজর দিয়েছেন রিপাবলিকানরা। তাঁরা বিষয়টিকে সন্দেহজনক বলছেন। একই সঙ্গে তাঁরা হান্টারের কার্যকলাপ সম্পর্কে বাইডেনের জানাশোনা থাকার বিষয়টি সামনে আনছেন। বলেছেন, হান্টারের ব্যবসায়িক চুক্তিতে প্রভাব রেখেছেন বাইডেন। হান্টার বাইডেন বর্তমানে তাঁর বিদেশি ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট সম্ভাব্য করসংক্রান্ত অপরাধের জন্য ফেডারেল তদন্তের অধীন রয়েছেন। হান্টারের বিরুদ্ধে মামলায় কোনো ধরনের হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে হোয়াইট হাউস। একই সঙ্গে হোয়াইট হাউস বলেছে, হান্টারের ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে বাইডেনের কোনো যোগসূত্র নেই। এলএবাংলাটাইমস/আইটিএলএস