আমেরিকা

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মৃত ২ বাংলাদেশি

পেনসিলভেনিয়ায় সড়ক দুর্ঘটনায় ফিরোজ আলম জাহাঙ্গীর (৫৫) নামক এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় পেনসিলভেনিয়া রাজ্যের ডেলাওয়্যার কাউন্টির ক্রামলিনের হাইওয়েতে তার মৃত্যু হয়। এদিকে, দশ মাস আগে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসা নিখোঁজ কৌশিকের লাশের সন্ধান পাওয়া গেছে। জানা যায়, স্কুটার চালিয়ে বাসার দিকে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয় বাংলাদেশি ওই শিক্ষার্থী। বর্তমানে তার লাশ হাসপাতালের হিমাগারে আছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ১০টার দিকে একটি টয়োটা ক্যামেরির চালক মোটরসাইকেলে থাকা ফিরোজ আলম জাহাঙ্গীরকে সজোরে ধাক্কা মারে। মাত্র বছর দেড়েক পূর্বে ফিরোজ আমেরিকায় ওর্য়াক পারমিট পাওয়ার পর উবার ইটসে কাজ করছিলেন। ফিরোজ আলম জাহাঙ্গীরের দেশের বাড়ি নোয়াখালী কোম্পানীগঞ্জে। বর্তমানে তিনি আপারডাবীতে বসবাস করতেন। দেশে তার দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রী রয়েছেন। লাশটি এখনও পর্যন্ত পুলিশ হস্তান্তর করেনি। নিহত ফিরোজের স্বজনরা জানিয়েছেন, দেশে পরিবারের সাথে কথা বলে সিদ্বান্ত নেওয়া হবে লাশ দেশে পাঠানো হবে কি না। এলএবাংলাটাইমস/ওএম