আমেরিকা

নিখোঁজ নৌযোদ্ধাদের মৃত ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের জন্য অস্ত্রের চালান বহনকারী একটি ইরানি জাহাজে অভিযান ও বাজেয়াপ্তের সময় আরব সাগরে নিখোঁজ হওয়া দুই বিশেষ নৌযোদ্ধাকে বা সিলদের প্রায় ১০ দিন পর মৃত ঘোষণা করেছে মার্কিন সামরিক বাহিনী। গত ১১ জানুয়ারি এক দল কমান্ডো সোমালিয়ার উপকূলে একটি জাহাজ ছিনতাইয়ের জন্য হেলিকপ্টার দিয়ে ওঠার পর এই অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্রের নৌযোদ্ধারা। এর পরই নিখোঁজ নৌবাহিনীর সিলের সন্ধানে বিশাল এলাকাজুড়ে অনুসন্ধান চালিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও স্পেনের জাহাজ। এতে যোগ দেয় বিমানও। তারা সম্মিলিতভাবে ৫৪ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি সমুদ্র এলাকায় অনুসন্ধান চালিয়েও কূলকিনারা করতে পারেনি। নেভি সিলরা একটি বিশেষজ্ঞ সামুদ্রিক সামরিক বাহিনীর সদস্য, যারা গোপন অভিযান পরিচালনা কাজে নিযুক্ত থাকেন। গণমাধ্যমের তথ্য অনুসারে, দুই সিলের একজন সাগরের ঢেউয়ের কারণে ছিটকে পড়েন। এর পর তাঁকে উদ্ধার করতে অপরজন প্রোটোকল অনুসরণ করে ঝাঁপ দেন। এর পর থেকেই তারা নিখোঁজ। এলএবাংলাটাইমস/এসএ/ওএম