আমেরিকা

বাগযুদ্ধে বাইডেন-টাম্প, শেষ পর্যন্ত লড়াই করার ঘোষণা নিকি হ্যালির

আগামী নির্বাচন সামনে রেখে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। বর্তমান প্রেসিডেন্ট বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প গত বুধবার একে অপরকে আক্রমণ করে মন্তব্য করেন। নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে জয়ের পর রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে থাকা ট্রাম্পের প্রার্থিতার সম্ভাবনা অনেকটাই বাড়ল। যদিও রিপাবলিকান পার্টির অপর মনোনয়নপ্রত্যাশী নিকি হ্যালি শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের মনোনয়ন চূড়ান্ত হলে, তিনি ডেমোক্রেটিক পার্টি থেকে পুনর্নির্বাচনের জন্য লড়াইতে বাইডেনের সাথে মুখোমুখি হবেন। হ্যালির বিরুদ্ধে নিউ হ্যাম্পশায়ারে জয় প্রাপ্ত হলে, ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের প্রতি তীর্যক মন্তব্য করেন এবং বাইডেনও ট্রাম্পকে 'গণতন্ত্রের জন্য হুমকি' বলে উল্লেখ করেন। বাইডেন তাঁর পুনর্নির্বাচনের প্রচারাভিযানের অংশ হিসেবে জারি করা একটি বিবৃতিতে বলেন, এটি এখন স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান মনোনীত প্রার্থী হবেন। একই সঙ্গে বাইডেন এ কথা আরেকবার দেশবাসীকে মনে করিয়ে দেন যে সাবেক এই প্রেসিডেন্ট গণতন্ত্রের জন্য হুমকি। এলএবাংলাটাইমস/এসএ/ওএম