আমেরিকা

চলছে মস্তিষ্কে অস্ত্রোপচার, গিটার বাজাচ্ছেন রোগী!

ক্রিস্টিয়ান নোলেনের মস্তিষ্কে চলছে অস্ত্রোপচার। তাঁর মাথায় একটি টিউমার। সেটি বের করা হবে। এ সময় পেশাদার গিটারিস্ট ক্রিস্টিয়ান গিটার বাজিয়ে চলেছেন। তিনি ১৯৮০ ও ৯০-এর দশকের জনপ্রিয় বেশ কয়েকটি রক সংগীতের সুর তোলেন গিটারে। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল গ্যাবলস শহরে এ ঘটনা ঘটে। এই প্রক্রিয়া সাধারণভাবে সজাগ মস্তিষ্কে অস্ত্রোপচার নামে পরিচিত। তখন আংশিক বা পুরো সময় রোগী জেগে থাকেন, তাঁর হুঁশ থাকে| ইউনিভার্সিটি অব মিয়ামির সিলভেস্টার কম্প্রিহেনসিভ ক্যানসার সেন্টারে ক্রিস্টিয়ানের মস্তিষ্কের টিউমারটি শনাক্ত হওয়ার ১০ দিন পরই অস্ত্রোপচার হয়। টিউমারের কারণে তিনি তার বাঁ হাতটি সঠিকভাবে নাড়তে অসমর্থ ছিলেন কারণ টিউমারে নানা উপসর্গ ছিল। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে অস্ত্রোপচারের পরামর্শ দেন। অস্ত্রোপচারের প্রস্তুতি শুরুর আগে ক্রিস্টিয়ানের কাছে চিকিৎসকেরা জানতে চেয়েছিলেন, তিনি অস্ত্রোপচারের সময় গিটার বাজাতে চান কি না। এর পেছনে অবশ্য দুটি উদ্দেশ্য ছিল। একটি হলো চিকিৎসকদের দক্ষতা সম্পর্কে ধারণা দেওয়া এবং রোগীদের মস্তিষ্কের গুরুত্বপূর্ণ কার্যাবলি সচল রাখতে তাঁদের সহায়তা করা। এলএবাংলাটাইমস/এসএ/ওএম