আমেরিকা

শিকাগোয় বন্দুকধারীর গুলিতে ৭ জনের মৃত্যু

ইলিনয়ে দুটি বাড়িতে বন্দুক হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। অঙ্গরাজ্যটির শিকাগো শহরের উপকণ্ঠে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, এ ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে খোঁজা হচ্ছে। ইলিনয়ের জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দুটি বাসভবনে গুলি চালিয়ে মোট সাতজনকে হত্যা করা হয়েছে। আমরা রোমিও ন্যান্স নামের এক সন্দেহভাজন তরুণকে খুঁজছি।’ বিল ইভান্স জানান, ২৩ বছর বয়সী ন্যান্স ঘটনাস্থলের আশপাশেই বাস করতেন। এ ঘটনার এক দিন আগে একই এলাকায় আরেক বন্দুক হামলার ঘটনায় এক ব্যক্তির প্রাণ গেছে। এতে আহত হন একজন। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একটি গাড়ির খোঁজ করছে পুলিশ। যুক্তরাষ্ট্রে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। দেশটির জনসংখ্যার চেয়ে বন্দুকের সংখ্যা বেশি। বেশির ভাগ মার্কিন নাগরিক আগ্নেয়াস্ত্র ব্যবহার ও কেনার ব্যাপারে কঠোর নিয়ন্ত্রণ চান। তবে আগ্নেয়াস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের মালিকদের লবি অত্যন্ত প্রভাবশালী। অন্যদিকে আদালতেরও রায় রয়েছে বন্দুক বহনের পক্ষে। কেননা, মার্কিন সংবিধান ব্যক্তিগত সবাইকে বন্দুক রাখার অধিকার দিয়েছে। এলএবাংলাটাইমস/এজেড