আমেরিকা

সুপ্রিম কোর্টে ঝুলছে ট্রাম্পের ভাগ্য

মার্কিন সুপ্রিম কোর্ট বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শেষদিকে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা– এ সংক্রান্ত একটি মামলার শুনানি করবেন তারা। এর আগে কলোরাডো অঙ্গরাজ্যের আদালত ট্রাম্পকে সেখানে ভোটে অযোগ্য ঘোষণা করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে ট্রাম্প যে আপিল করেছেন, সেটিও বিবেচনায় নিতে সম্মত হয়েছেন সুপ্রিম কোর্ট। খবর বিবিসির। আগামী ফেব্রুয়ারিতে এ মামলার শুনানি শুরু হবে। এ নিয়ে সুপ্রিম কোর্ট যে রুল জারি করবেন, তা পুরো যুক্তরাষ্ট্রে কার্যকর হবে। তিন বছর আগে মার্কিন সংসদ ভবন ক্যাপিটল হিলে ভয়াবহ হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে উস্কানির অভিযোগ রয়েছে। এ অভিযোগে এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে মামলা হয়েছে। তিন বছর আগে মার্কিন সংসদ ভবন ক্যাপিটল হিলে ভয়াবহ হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে উস্কানির অভিযোগ রয়েছে। এ অভিযোগে এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে মামলা হয়েছে। এ অবস্থায় প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধকালীন একটি আইনের আওতায় ট্রাম্পকে নির্বাচন থেকে বাদ দেওয়া হবে কিনা। কলোরাডো অঙ্গরাজ্যের আদালতের রায় বাতিল করতে যুক্তরাষ্ট্রের ২৭ অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের সুপ্রিম কোর্টে আবেদনের মধ্যে এ শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাদের যুক্তি, ট্রাম্পকে ব্যালট পেপার থেকে সারানো হলে দেশব্যাপী বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এলএবাংলাটাইমস/এসএ/ওএম