যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আগেই বোন কারিন ও ভগ্নিপতি ডগলাস রবিনসনের কাছ থেকে একটি পকেট ঘড়ি উপহার পেয়েছিলেন থিওডোর রুজভেল্ট। সিলভার রঙের ঘড়িটি সবসময় তার সঙ্গেই থাকতো। তার সঙ্গে ঘড়িটিও বিশ্বজুড়ে ভ্রমণ করেছে। রুজভেল্টের মৃত্যুর পর ঘড়িটি নিউ ইয়র্কের লং আইল্যান্ডে তার বাড়ি সাগামোর হিলের জাদুঘরে রাখা ছিল।
কিন্তু ১৯৮৭ সালে জাদুঘরের একটি আনলক কেস থেকে চুরি হয় ঘড়িটি। ৩৭ বছর পর ঘড়িটি পাওয়া যায়। বৃহস্পতিবার (২৭ জুন) ঘড়িটি আবারও সাগামোর গিলের জাদুঘরে সর্বসাধারণের প্রদর্শনের জন্য রাখা হয়। ন্যাশনাল পার্ক সার্ভিসের (এনপিএস) বিশেষ এজেন্টরা গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সঙ্গে সমন্বয় করে ঘড়িটি খুঁজে বের করে। ৩৭ বছর ধরে ঘড়িটি নিখোঁজ ছিল। ঘড়িটি চুরি হওয়া ও খুঁজে পাওয়ার বিষয়টি এখনও রহস্যময়।
এলএবাংলাটাইমস/এজেড