আমেরিকা

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নির্বাচন থেকে সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে ডেমোক্রেটিক পার্টি বড় ধাক্কা খেলেও কপাল খুলে যায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। আগামী নভেম্বরের নির্বাচনে তিনিই ক্ষমতাসীন এই দলের হাল ধরতে চলেছেন। তাই নির্বাচনে মুসলিম ভোটার টানতে এরই মধ্যে গাজা যুদ্ধ নিয়ে সুর বদল করেছেন কমলা হ্যারিস। যদিও মার্কিন অধিকারকর্মীরা বলছেন, কমলার কাছ থেকে শুধু সহানুভূতিমূলক কথা নয়, আরও বেশি কিছু চান ভোটাররা। আলজাজিরার খবর অনুযায়ী, গাজা উপত্যকায় ইসরায়েল যুদ্ধ অব্যাহত রেখেছে। প্রতিদিনই ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হচ্ছেন। এমন পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ফিলিস্তিনিদের দুর্দশা দেখে তিনি চুপ থাকবেন না। ২৫ জুলাই বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতে গাজায় ফিলিস্তিনিদের দুর্দশার ওপর জোর দিয়েছেন কমলা। তবে একই মুখে ইসরায়েলের জন্য অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। মার্কিন অধিকারকর্মীরা বলছেন, গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে নিঃশর্ত সামরিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে বাইডেন সরকার। এই কারণে অনেক ভোটার ডেমোক্রেটিক পার্টির প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। তাই যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতিতে অর্থপূর্ণ পরিবর্তন না করে শুধু শুধু ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি দেখালে কমলা হ্যারিস ভোটার টানতে পারবেন না। শিকাগো বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী ইমান আবদেলহাদি বলেছেন, গাজার শিশুদের হত্যা বন্ধ করার প্রকৃত প্রতিশ্রুতি ছাড়া তাদের প্রতি তার (কমলা) সহানুভূতি নিয়ে আমি খুব একটা আহ্লাদিত না। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার দায় যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। তিনি বলেন, মাথায় গুলি করছেন এমন কারও প্রতি সহানুভূতিশীল হওয়ার বিষয়টি ঠিক প্রশংসনীয় নয়। আমাদের এসব মানুষের সহানুভূতির প্রয়োজন নেই। তাদের অস্ত্র ও অর্থ সরবরাহ বন্ধ করতে হবে, যেগুলো সক্রিয়ভাবে মানুষ হত্যা করছে। এলএবাংলাটাইমস/আইটিএলএস