আমেরিকা

বিক্ষোভের প্রায় চার মাস পর পদত্যাগ করলেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনুশে শফিক পদত্যাগ করেছেন। গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে তুমুল বিক্ষোভের প্রায় চার মাস পর পদত্যাগ করলেন শফিক। ক্যাম্পাসে বিক্ষোভ মোকাবিলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়ে ফিলিস্তিন ও ইসরায়েল—উভয়পন্থী লোকজন তীব্র সমালোচনা করেছিলেন। শফিক বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাদের কাছে একটি ই-মেইল পাঠান। এতে শফিক লিখেছেন, তিনি একটি অশান্ত সময় দেখেছেন। নানা সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, তা অতিক্রম করা কঠিন হয়ে পড়েছে। এই সময়টা তাঁর পরিবারের ওপরও যথেষ্ট প্রভাব ফেলেছে, যেমনটি প্রভাব ফেলেছে বিভিন্ন সম্প্রদায়ের ওপর। শফিক মনে করেন, এ মুহূর্তে তাঁর চলে যাওয়ার সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়টিকে তার সামনের চ্যালেঞ্জগুলো অতিক্রমে সর্বোত্তম সহায়তা করবে। তিনি তাঁর পদত্যাগের ঘোষণাটি এখন এ কারণেই দিয়েছেন, যাতে নতুন সেমিস্টার শুরুর আগে নতুন নেতৃত্ব দায়িত্বে নিতে পারেন। নিউইয়র্ক সিটিতে অবস্থিত অভিজাত আইভি লিগভুক্ত বিশ্ববিদ্যালয়টিতে আর কয়েক সপ্তাহ পরই শরৎকালীন (অটাম) সেমিস্টার শুরু হবে। এই সেমিস্টার শুরু আগে শফিকের কাছ থেকে পদত্যাগের ঘোষণা এল। বিশ্ববিদ্যালয়টির আরভিং মেডিকেল সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাটরিনা আর্মস্ট্রং অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এলএবাংলাটাইমস/এজেড