জর্জিয়া অঙ্গরাজ্যে স্কুলে হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক কিশোর কোল্ট গ্রের বাবা কলিন গ্রেকেও গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবারের ওই হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে জর্জিয়ার কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করেন।
জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন কর্তৃপক্ষ বলেছে, ৫৪ বছর বয়সী কোলিন গ্রের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, শিশুদের প্রতি নৃশংস আচরণসহ কিছু অভিযোগ আনা হয়েছে। ওই কর্তৃপক্ষের পরিচালক ক্রিস হোসি এক সংবাদ সম্মেলনে বলেন, কোলিন গ্রে জেনেশুনে তাঁর ছেলে কোল্টকে (১৪) অস্ত্র রাখার অনুমতি দেওয়ায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে।
জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাইস্কুলে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারী। এতে দুই শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হন। আহত হন আরও অন্তত নয়জন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই স্কুলেরই শিক্ষার্থী কোল্ট গ্রেকে আটক করা হয়।
আটকের পরপরই নিরাপত্তা হেফাজতে নেওয়া হয় তাকে।
জর্জিয়ার কর্মকর্তারা বলেছেন, কোল্ট গ্রের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। কিশোর কোল্টের বিচার হবে প্রাপ্তবয়স্কদের বিচারপ্রক্রিয়ার মতো করে। বুধবার এফবিআই বলেছে, কোল্ট ও কোলিন—দুজনকেই গত বছর পার্শ্ববর্তী জ্যাকসন কাউন্টির কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন। স্কুলে হামলা চালানোর ব্যাপারে অনলাইনে হুমকি দেওয়াকে কেন্দ্র করে তখন ওই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে তখন তাঁদের গ্রেপ্তার করার মতো কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে এফবিআই। জর্জিয়ায় অপ্রাপ্তবয়স্কদের বিচারবিষয়ক বিভাগের যোগাযোগ পরিচালক গ্লেন অ্যালেন বলেন, কোল্ট গ্রেকে গেইনসভিল রিজিওনাল ইয়ুথ ডিটেনশন সেন্টারে কোনো মুচলেকা ছাড়া আটক রাখা হয়েছে। আজ শুক্রবার ভিডিও ক্যামেরার মাধ্যমে ব্যারো কাউন্টির জর্জিয়া সুপিরিয়র কোর্টের বিচারকের সামনে কোল্ট গ্রেকে হাজির করার কথা আছে। এলএবাংলাটাইমস/এজেড
জর্জিয়ার কর্মকর্তারা বলেছেন, কোল্ট গ্রের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। কিশোর কোল্টের বিচার হবে প্রাপ্তবয়স্কদের বিচারপ্রক্রিয়ার মতো করে। বুধবার এফবিআই বলেছে, কোল্ট ও কোলিন—দুজনকেই গত বছর পার্শ্ববর্তী জ্যাকসন কাউন্টির কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন। স্কুলে হামলা চালানোর ব্যাপারে অনলাইনে হুমকি দেওয়াকে কেন্দ্র করে তখন ওই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে তখন তাঁদের গ্রেপ্তার করার মতো কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে এফবিআই। জর্জিয়ায় অপ্রাপ্তবয়স্কদের বিচারবিষয়ক বিভাগের যোগাযোগ পরিচালক গ্লেন অ্যালেন বলেন, কোল্ট গ্রেকে গেইনসভিল রিজিওনাল ইয়ুথ ডিটেনশন সেন্টারে কোনো মুচলেকা ছাড়া আটক রাখা হয়েছে। আজ শুক্রবার ভিডিও ক্যামেরার মাধ্যমে ব্যারো কাউন্টির জর্জিয়া সুপিরিয়র কোর্টের বিচারকের সামনে কোল্ট গ্রেকে হাজির করার কথা আছে। এলএবাংলাটাইমস/এজেড