আমেরিকা

রুপার্ট মারডকের সাম্রাজ্যের উত্তরাধিকারী কে?

ধনকুবের রুপার্ট মারডকের সুবিশাল মিডিয়া সাম্রাজ্যের বাস্তবিক উত্তরাধিকারী নিয়ে আইনি লড়াইয়ের আপাত নিষ্পত্তি হয়েছে। নিজের পারিবারিক ট্রাস্টের পরিবর্তন ও মৃত্যুর পর বড় ছেলেকে এর নিয়ন্ত্রণ দিতে এই ‘মিডিয়া মোগলের’ আবেদন নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নেভাদার কোর্ট কমিশনার। এ আইনি লড়াইয়ে ৯৩ বছর বয়সী রুপার্ট মারডকের প্রতিপক্ষ ছিলেন তাঁরই আরও তিন সন্তান। এখন তাঁরাও বাবার মৃত্যুর পর নিউজ করপোরেশন ও ফক্স নিউজের নিয়ন্ত্রণ পাবেন। ১৯৯৯ সালে রুপার্ট মারডক নিজের পারিবারিক ট্রাস্ট গড়ে তোলেন। এখন তিনি চাইছেন, তাঁর মৃত্যুর পর বড় ছেলে লাচলান মারডক উত্তরাধিকার হবেন। (লাচলানের) ভাইবোন প্রুডেন্স মারডক, এলিজাবেথ মারডক ও জেমস মারডকের কোনো ধরনের ‘হস্তক্ষেপ’ ছাড়াই লাচলান বাবার গড়া ট্রাস্টের নিয়ন্ত্রণ নিতে পারবেন, এটাই ছিল তাঁর চাওয়া।   নেভাদার কমিশনার বলেছেন, বিষয়টি নিয়ে রুপার্ট আর লাচলান ‘খারাপ ধারণা’ পোষণ করতেন এবং খুবই ‘সচেতনভাবে এমন হেয়ালিপূর্ণ’ উদ্যোগ নিয়েছেন। রুপার্টের তিন সন্তান প্রুডেন্স, এলিজাবেথ ও জেমসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, কমিশনারের সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। আশা করছি, এ আইনি লড়াইয়ের বাইরে গিয়ে আমরা পরিবারের সব সদস্যের মধ্যকার সম্পর্ককে পুনর্নির্মাণ ও শক্তিশালী করার দিকে মনোনিবেশ করতে পারব। রুপার্ট মারডক পাঁচটি বিয়ে করেছেন। সর্বশেষ গত জুনে ৯৩ বছর বয়সে ৬৭ বছর বয়সী এলেনা জুকোভার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। এলেনা একজন অবসরপ্রাপ্ত রুশ জীববিজ্ঞানী। ৬৬ বছরের প্রুডেন্স, ৫৬ বছরের এলিজাবেথ, ৫৩ বছরের লাচলান ও ৫১ বছরের জেমসসহ ছয় সন্তানের জনক রুপার্ট মারডক। তবে ২২ বছরের গ্রেস ও ২১ বছরের ক্লো–এর পারিবারিক ট্রাস্টে ভোটাধিকার নেই। রুপার্ট মারডকের ৬ সন্তানের মধ্যে লাচলান ও জেমস—দুজন ছেলে। এলএবাংলাটাইমস/এজেড