যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষ হওয়া সামরিক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা ছিলেন। সংশ্লিষ্ট এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সংবাদ প্রতিষ্ঠান সিবিএসকে এ সংখ্যা জানিয়েছেন। আর আমেরিকান এয়ারলাইনস নিশ্চিত করেছে, ওই যাত্রীবাহী উড়োজাহাজটিতে ৬৪ জন আরোহী ছিলেন।
স্থানীয় সময় গতকাল বুধবার রাতে রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও হেলিকপ্টারটির সংঘর্ষ হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টারে থাকা সেনাদের পদমর্যাদা জানা যায়নি। তবে ওই হেলিকপ্টারে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা ছিলেন না বলে উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট টাস্কফোর্স-ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের গণমাধ্যমবিষয়ক প্রধান হেদার চাইরেজ সিবিএস নিউজকে বলেন, সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল। এটি ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ারের কাছে নিযুক্ত টুয়েলভথ অ্যাভিয়েশন ব্যাটালিয়নের বি কোম্পানির পরিচালনাধীন।
আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তাদের পরিচালনাধীন উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। উড়োজাহাজ সংস্থাটি বলেছে, ‘কানসাসের উইচিটা থেকে ওয়াশিংটন ডিসিগামী (ডিসিএ) আমেরিকান ইগল ৫৩৪২ ফ্লাইটটি ডিসিএতে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। সিআরজে-৭০০–এর পাশাপাশি ফ্লাইটটি পরিচালনা করে পিএসএ এয়ারলাইনস (আমেরিকান এয়ারলাইনসের প্রতিষ্ঠান)।
আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ আরও বলেছে, উড়োজাহাজের আরোহীদের ব্যাপারে তারা উদ্বেগের মধ্যে আছে। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। জরুরি উদ্ধার তৎপরতায়ও সহযোগিতা করছে আমেরিকান এয়ারলাইনস।
রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে পটোম্যাক নদীতে উদ্ধার তৎপরতা চলছে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম