আমেরিকা

দ্য নিউইয়র্ক টাইমসসহ চার গণমাধ্যমকে পেন্টাগন থেকে সরিয়ে দিলো ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে দ্য নিউইয়র্ক টাইমসসহ চারটি গণমাধ্যমের কার্যালয় সরিয়ে দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দকৃত এসব জায়গায় অন্যদের স্থান দেওয়া হবে। গত শুক্রবার দিনের শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। নজিরবিহীন এ পদক্ষেপ গ্রহণ করার পেছনে যুক্তি হিসেবে অন্যদের জায়গা বরাদ্দের চাহিদার কথা উল্লেখ করা হয়। ‘নিউ অ্যানুয়াল মিডিয়া রোটেশন প্রোগ্রাম’ নিয়ে একটি নথিতে এ বিষয়ে বলা হয়েছে, দ্য নিউইয়র্ক টাইমস ছাড়াও ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর), কমক্যাস্ট করপোরেশনের মালিকানাধীন এনবিসি নিউজ এবং পলিটিকো—এ তিন গণমাধ্যমকে পেন্টাগন থেকে সরিয়ে দেবে ট্রাম্প প্রশাসন। প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই ১৪ ফেব্রুয়ারির মধ্যে তাদের জায়গা ছেড়ে দিতে হবে। এই গণমাধ্যমগুলোর পরিবর্তে পেন্টাগনে কার্যালয় খোলার জায়গা পাবে নিউইয়র্ক পোস্ট, ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক, ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ক ও হাফপোস্ট নিউজ। আর ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের পরও পেন্টাগনের খবর পরিপূর্ণ ও নিরপেক্ষভাবে সংগ্রহ এবং প্রচার করার ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখার কথা জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। দ্য নিউইয়র্ক টাইমস এক বিবৃতিতে আরও বলেছে, ‘প্রবেশাধিকার বন্ধের এ পদক্ষেপ পরিষ্কারভাবে জনস্বার্থের অনুকূলে নয়।’ এদিকে সবাই যাতে সমান সুবিধা পায়, সে লক্ষ্যে পেন্টাগনে গণমাধ্যমগুলোর জন্য জায়গা বাড়াতে প্রতিরক্ষা বিভাগের প্রতি আহ্বান জানিয়েছে এনপিআর।   এলএবাংলাটাইমস/এজেড