আমেরিকা

সোনালি পেজার দিলেন নেতানিয়াহু, ট্রাম্প কী দিলেন

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি সোনালি পেজার (যোগাযোগযন্ত্র) উপহার দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত রোববার বিকেলে যুক্তরাষ্ট্রে পৌঁছান নেতানিয়াহু। মঙ্গলবার তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকেই তিনি ট্রাম্পকে একটি সোনালি পেজার উপহার দেন। নেতানিয়াহুর দেওয়া উপহারটিতে লেখা রয়েছে, ‘আমাদের শ্রেষ্ঠ বন্ধু ও শ্রেষ্ঠ মিত্র প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে।’  উপহারটি প্রসঙ্গে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, সোনালি পেজারটি যুদ্ধের একটি বাঁকবদলের ঘটনার প্রতিনিধিত্ব করে। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বরে লেবাননের ইরান-সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে একটি প্রাণঘাতী অভিযান পরিচালনা করেছিল ইসরায়েল। এই অভিযানে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা হাজারো পেজারে বিস্ফোরণ ঘটিয়েছিল ইসরায়েল। পরের দিন হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হন। আহত হন প্রায় ৩ হাজার মানুষ। নেতানিয়াহুকেও একটি উপহার দিয়েছেন ট্রাম্প। তিনি দুজনের একটি ছবি উপহার দিয়েছেন নেতানিয়াহুকে। ছবিতে ট্রাম্পের অটোগ্রাফ রয়েছে। অটোগ্রাফে ট্রাম্প লিখেছেন, ‘মহান নেতা বিবিকে (নেতানিয়াহু)।’ ছবিটি নেতানিয়াহুর ছেলে তাঁর ইনস্টাগ্রামে দিয়েছেন। গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। এই সংবাদ সম্মেলনে ট্রাম্প ফিলিস্তিনের গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার বিষয়ে তাঁর বিস্ময়কর পরিকল্পনা ঘোষণা করেন। ট্রাম্পের এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, ট্রাম্পের পরিকল্পনার বাস্তবায়ন হবে জাতিগত নির্মূলের শামিল ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।  এলএবাংলাটাইমস/ওএম