আমেরিকা

ফিলিপাইনে বিমান দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে আছেন লং বিচের এক মেরিন

ফিলিপাইনের মাগুইন্দানাও দেল সুর প্রদেশে বিমান দুর্ঘটনায় নিহত একজন মার্কিন মেরিন ছিলেন লং বিচের বাসিন্দা, রোববার মার্কিন সামরিক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। সার্জেন্ট জ্যাকব এম. ডারহাম (২২) বৃহস্পতিবার একটি নিয়মিত মিশনের সময় দুর্ঘটনায় মারা যান। তিনি ইউসি-১২ডাব্লিউ বিচক্রাফট কিং এয়ার ৩৫০ বিমানে ছিলেন, যা মার্কিন-ফিলিপাইন নিরাপত্তা সহযোগিতা কার্যক্রমের জন্য কাজ করছিল বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস ইন্দো-প্যাসিফিক কমান্ড। এ দুর্ঘটনায় আরও তিনজন নিহত হন। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি, কেবলমাত্র ঠিকাদার হিসেবে চিহ্নিত করা হয়েছে। মেরিন কর্মকর্তারা জানিয়েছেন, "বিমানটি আমাদের ফিলিপাইন মিত্রদের অনুরোধে গোয়েন্দা, নজরদারি ও পুনরুদ্ধার সহায়তা প্রদান করছিল।" ডারহাম একজন প্রশিক্ষিত ইলেকট্রনিক ইন্টেলিজেন্স-ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ার বিশ্লেষক ছিলেন। তিনি ১ম রেডিও ব্যাটালিয়ন, ১ম মেরিন এক্সপেডিশনারি ফোর্স ইনফরমেশন গ্রুপ এবং ১ম মেরিন এক্সপেডিশনারি ফোর্সে দায়িত্ব পালন করছিলেন। ১ম রেডিও ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেবেল বি. আননুজিয়াটা বলেন, "আমরা সার্জেন্ট জ্যাকব ডারহামের মৃত্যুতে গভীরভাবে শোকাহত, যিনি আমাদের দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।" তিনি আরও বলেন, "সার্জেন্ট ডারহাম মেরিন কোরের সর্বোচ্চ ঐতিহ্য বহন করতেন—শান্ত, বুদ্ধিমান এবং নিঃস্বার্থ নেতৃত্ব প্রদানের প্রতীক ছিলেন তিনি। তার সহকর্মী মেরিনরা তাকে অত্যন্ত সম্মান ও ভালোবাসত। এই কঠিন সময়ে আমরা তার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাই।" ডারহাম ২০২১ সালের জানুয়ারিতে মার্কিন মেরিন কোরে যোগ দেন এবং ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি সার্জেন্ট পদে পদোন্নতি পান। তার অর্জিত পুরস্কার ও সম্মাননার মধ্যে রয়েছে নেভি ও মেরিন কোর কমেন্ডেশন মেডেল, মেরিন কোর গুড কন্ডাক্ট মেডেল, ন্যাশনাল ডিফেন্স সার্ভিস মেডেল, মেরিটোরিয়াস মাস্ট এবং নেভাল এয়ারক্রু ইনসিগনিয়া। স্টারস অ্যান্ড স্ট্রাইপস জানিয়েছে যে, ডারহামের বাড়ি লং বিচে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম