যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বের হয়ে যেতে বলা হয়েছে। গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের একপর্যায়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। হোয়াইট হাউস কর্তৃপক্ষ নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলনও বাতিলের ঘোষণা দেয়। ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিয়ন্ত্রণ নিয়ে চুক্তি স্বাক্ষরের কথা ছিল। তবে আলোচনা চলাকালেই দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এর জেরে চুক্তি স্বাক্ষরের আগেই জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয়। বৈঠকে ট্রাম্প অভিযোগ করেন, জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ‘জুয়া খেলছেন’ এবং রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তি করা উচিত। জবাবে জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো ধরনের আপস করবেন না। বিতর্কে শুধু ট্রাম্প নন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি অভিযোগ করেন, ইউক্রেনীয় প্রেসিডেন্ট মার্কিন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। ট্রাম্পও মাথা নেড়ে এই মন্তব্যের প্রতি সমর্থন জানান। বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, এই বাগ্বিতণ্ডা কোনো পক্ষের জন্যই ভালো ফল বয়ে আনবে না। তবে তিনি এখনো আশা করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক স্বাভাবিক হতে পারে। এলএবাংলাটাইম/ওএম
আমেরিকা
হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলা হলো জেলেনস্কিকে
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বের হয়ে যেতে বলা হয়েছে। গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের একপর্যায়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। হোয়াইট হাউস কর্তৃপক্ষ নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলনও বাতিলের ঘোষণা দেয়। ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিয়ন্ত্রণ নিয়ে চুক্তি স্বাক্ষরের কথা ছিল। তবে আলোচনা চলাকালেই দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এর জেরে চুক্তি স্বাক্ষরের আগেই জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয়। বৈঠকে ট্রাম্প অভিযোগ করেন, জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ‘জুয়া খেলছেন’ এবং রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তি করা উচিত। জবাবে জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো ধরনের আপস করবেন না। বিতর্কে শুধু ট্রাম্প নন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি অভিযোগ করেন, ইউক্রেনীয় প্রেসিডেন্ট মার্কিন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। ট্রাম্পও মাথা নেড়ে এই মন্তব্যের প্রতি সমর্থন জানান। বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, এই বাগ্বিতণ্ডা কোনো পক্ষের জন্যই ভালো ফল বয়ে আনবে না। তবে তিনি এখনো আশা করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক স্বাভাবিক হতে পারে। এলএবাংলাটাইম/ওএম