আমেরিকা

ব্যক্তিগত আচরণজনিত তদন্তের জেরে ক্রোগারের সিইও রডনি ম্যাকমুলেনের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের বৃহত্তম গ্রোসারি চেইন ক্রোগারের চেয়ারম্যান ও সিইও রডনি ম্যাকমুলেন ব্যক্তিগত আচরণ সংক্রান্ত এক অভ্যন্তরীণ তদন্তের পর পদত্যাগ করেছেন। সোমবার ক্রোগার জানায়, তদন্তটি ব্যবসার সঙ্গে সম্পর্কিত ছিল না, তবে ম্যাকমুলেনের আচরণ কোম্পানির নৈতিকতার নীতিমালার সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। পরিচালনা পর্ষদের সদস্য রোনাল্ড সার্জেন্ট নতুন চেয়ারম্যান ও অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ২০০৬ সাল থেকে ক্রোগারের পরিচালনা পর্ষদে থাকা সার্জেন্ট ২০১৭ সাল থেকে কোম্পানির লিড ডিরেক্টরের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ক্রোগারের বিভিন্ন বিভাগে, যেমন স্টোর, বিক্রয়, বিপণন, উৎপাদন ও কৌশল প্রণয়নে কাজ করেছেন। এছাড়া তিনি স্ট্যাপলসের সাবেক চেয়ারম্যান ও সিইও। ম্যাকমুলেন, ৬৪, ১৯৭৮ সালে কেন্টাকির লেক্সিংটনে একটি ক্রোগার স্টোরে খণ্ডকালীন স্টক ক্লার্ক ও ব্যাগার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি ধীরে ধীরে কোম্পানির শীর্ষ পর্যায়ে উঠে আসেন এবং ১৯৯৫ সালে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও ২০০৯ সালে প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) হন। ২০১৪ সালে তাকে ক্রোগারের সিইও এবং পরের বছর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ক্রোগার জানায়, পরিচালনা পর্ষদ ২১ ফেব্রুয়ারি এ বিষয়ে জানতে পারে এবং সঙ্গে সঙ্গেই একটি স্বাধীন আইন পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করে। এই তদন্ত পরিচালনার জন্য একটি বিশেষ বোর্ড কমিটি গঠন করা হয়। কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, ম্যাকমুলেনের আচরণ ক্রোগারের আর্থিক কার্যক্রম, পরিচালনা বা রিপোর্টিংয়ের সঙ্গে সম্পর্কিত নয় এবং এতে কোনো ক্রোগার কর্মী জড়িত ছিলেন না। নতুন সিইও নিয়োগের জন্য কোম্পানি এখন একটি অনুসন্ধান প্রক্রিয়া শুরু করবে। সার্জেন্ট অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন যতক্ষণ না স্থায়ীভাবে কাউকে এই পদে নিয়োগ দেওয়া হয়। সিনসিনাটি-ভিত্তিক ক্রোগারের শেয়ারের মূল্য বাজার খোলার আগে প্রায় ১.৩% কমে যায়।  এলএবাংলাটাইমস/ওএম