২০২২ সালের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় এক ব্যক্তি দোষ স্বীকার করেছেন। এই হামলায় সাতজন নিহত এবং অগণিত মানুষ আহত হন।
রবার্ট ক্রিমো III নামের ওই ব্যক্তি এর আগে হত্যার অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে সোমবার আদালতে শুনানির ঠিক আগে তিনি আকস্মিকভাবে দোষ স্বীকার করেন।
২৪ বছর বয়সী ক্রিমোর বিরুদ্ধে অভিযোগ, তিনি শিকাগোর উপকণ্ঠ হাইল্যান্ড পার্কে একটি ছাদের ওপর থেকে কুচকাওয়াজে অংশ নেওয়া মানুষের ওপর গুলি চালান।
ঘটনার পরদিনই পুলিশ তাকে চিহ্নিত করে ব্যাপক অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করেছিল।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম