আমেরিকা

কমলা হ্যারিস ও হিলারি ক্লিনটনের নিরাপত্তা অনুমোদন বাতিল করলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক স্মারকে কমলা হ্যারিস ও হিলারি ক্লিনটনের নিরাপত্তা অনুমোদন ও গোপন তথ্যের প্রবেশাধিকার বাতিলের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বাইডেন প্রশাসনের একাধিক সাবেক কর্মকর্তার নিরাপত্তা অনুমোদনও বাতিল করা হয়েছে। "আমি নির্ধারণ করেছি যে, জাতীয় স্বার্থের জন্য এই ব্যক্তিদের গোপন নথিতে প্রবেশাধিকার থাকা আর প্রয়োজন নেই," স্মারকে বলা হয়েছে। নিরাপত্তা অনুমোদন হারানোদের তালিকায় আছেন অ্যান্টনি ব্লিঙ্কেন, জেক সুলিভান, লিসা মোনাকো, লিজ চেনি ও অ্যাডাম কিনজিঙ্গার। তারা আর গোপনীয় ব্রিফিং বা নিরাপদ মার্কিন সরকারি স্থাপনায় অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন না। এর আগে, ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের গোয়েন্দা ব্রিফিং গ্রহণের অনুমতি বাতিল করেছিলেন। নতুন এই সিদ্ধান্ত আসে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গাবার্ডের সাম্প্রতিক নির্দেশনার পর, যেখানে তিনি কিছু ব্যক্তির নিরাপত্তা অনুমোদন প্রত্যাহার করেছিলেন। এলএবাংলাটাইমস/ওএম