আমেরিকা

যুক্তরাষ্ট্রের সীমান্তে ফেন্টানিলের চেয়ে বেশি ডিম আটক করছে বর্ডার প্যাট্রোল

যুক্তরাষ্ট্রের সীমান্তে কাস্টমস কর্মকর্তারা এক অদ্ভুত প্রবণতা লক্ষ্য করছেন—ড্রাগের পরিবর্তে এবার সবচেয়ে বেশি আটক করা হচ্ছে কাঁচা ডিম। এই সপ্তাহে, যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP) জানায়, গত বছরের তুলনায় এই বছর সীমান্তে কাঁচা ডিম আটকের পরিমাণ ৪৮% বেড়েছে। বিশেষ করে, সান ডিয়েগো ফিল্ড অফিস জানিয়েছে, তাদের এলাকায় ডিম আটক করার সংখ্যা ১৫৮% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল আটক করার হার গত তিন বছরে সবচেয়ে নিচের পর্যায়ে নেমে এসেছে। এই বাড়তি ডিম আটকের মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্রে ডিমের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়াকে দায়ী করা হচ্ছে। দেশটিতে বার্ড ফ্লুর (avian flu) প্রাদুর্ভাবের কারণে ডিমের সংকট দেখা দিয়েছে, ফলে লোকজন বিকল্প উপায়ে ডিম সংগ্রহের চেষ্টা করছে। এ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে ডিম আমদানির পরিকল্পনা করছে। জানা গেছে, ইউরোপের ডেনমার্ক, জার্মানি, ইতালি ও পোল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে, ইউরোপ থেকে ডিম আমদানিতে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে—যুক্তরাষ্ট্রের খাদ্য নিরাপত্তা নীতি অনুযায়ী, বাজারে আসার আগে কাঁচা ডিম ধুয়ে ও জীবাণুমুক্ত করা বাধ্যতামূলক। কিন্তু ইউরোপীয় ইউনিয়নে (EU) তাজা ডিম সাধারণত না ধুয়েই বিক্রি করা হয়। ফলে এই নীতিগত পার্থক্য আমদানির ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।  এলএবাংলাটাইমস/ওএম