যদি ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক প্রত্যাহার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় সমাধান না আসে, তবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টগুলোর ওপর শুল্ক আরোপ করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন।
"আমরা পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি," ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ভন ডার লেয়েন। তিনি জানান, পাল্টা ব্যবস্থার আওতায় মেটা, গুগল, ফেসবুকের মতো কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপন আয়েও শুল্ক বসানো হতে পারে।
“আলোচনার ফল সন্তোষজনক না হলে বিভিন্ন রকমের পাল্টা পদক্ষেপ নেওয়া হবে,” বলেন তিনি।
ইইউ ঘোষণা করেছে, তারা যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছে। এর একদিন আগে ট্রাম্পও তার তথাকথিত “রিসিপ্রোকাল” শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার কথা জানান।
তবে ইইউর ২৭ দেশের এই জোট এখনো তিন ধরনের মার্কিন শুল্কের মুখে রয়েছে – স্টিল ও অ্যালুমিনিয়ামে ২৫% শুল্ক, গাড়ির ওপর ২৫% শুল্ক এবং বাকি সব পণ্যের ওপর ২০% “রিসিপ্রোকাল” শুল্ক।
যদিও “রিসিপ্রোকাল” শুল্ক স্থগিত করা হয়েছে, ট্রাম্প এখনো ইইউসহ বহু বাণিজ্যিক অংশীদারের ওপর ১০% শুল্ক অব্যাহত রেখেছেন।
এই প্রেক্ষাপটে ইইউ এবার পণ্য নয়, বরং মার্কিন সেবা খাত এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর আঘাত হানার কৌশল নিচ্ছে।
ভন ডার লেয়েন বলেন, “একটি উদাহরণ হতে পারে ডিজিটাল সেবাগুলোর বিজ্ঞাপন আয়ের ওপর কর বসানো।”
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ইইউ এখনো গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু “আলোচনা ব্যর্থ হলে পাল্টা ব্যবস্থা কার্যকর হবে।”
ইইউর বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচ রোববার ওয়াশিংটন সফরে যাচ্ছেন। একজন মুখপাত্র জানিয়েছেন, সফরের উদ্দেশ্য হলো "চুক্তি করার চেষ্টা করা"।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম