পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরোর সরকারি বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ৩৮ বছর বয়সী কডি বালমারকে হত্যা প্রচেষ্টা, সন্ত্রাসবাদ, অগ্নিসন্ত্রাস এবং গুরুতর হামলার অভিযোগে চার্জ গঠন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের সময় গভর্নর শাপিরো ও তার পরিবার বাসভবনে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পুলিশ দরজায় কড়া নাড়লে ঘুম ভেঙে যায় শাপিরোর। সেই মুহূর্তে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল বলে জানান তিনি।
রবিবার এক সংবাদ সম্মেলনে শাপিরো বলেন, “আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।” তিনি আরও জানান, ডেমোক্রেট দলের এই নেতা ও তার পরিবার অক্ষত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, তবে বাসভবনের একটি বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শাপিরো বলেন, “আমাকে কেউ বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আমি সেই শৃঙ্খল মানি না।”
ঘটনার কয়েক ঘণ্টা আগে, শাপিরো ও তার পরিবার পাসওভার (ইহুদি ধর্মীয় উৎসব) উদযাপন করছিলেন। গভর্নর বলেন, “আমরা রাজ্য ডাইনিং রুমে বসে পাসওভারের গল্প বলছিলাম। সেই রাতেই এমন একটি ঘটনা ঘটলো।” তবে বালমারের উদ্দেশ্য এখনো জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, বালমারের কাছে একটি ঘরোয়া বিস্ফোরক যন্ত্র ছিল এবং তিনি হ্যারিসবার্গ এলাকায় গ্রেফতার হন। ধারণা করা হচ্ছে, তিনি বাসভবনের নিরাপত্তা বেড়া টপকে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেন।
অগ্নিকাণ্ডটি বর্তমানে তদন্তাধীন, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে অগ্নিনির্বাপন বিভাগ। অগ্নিকাণ্ডের সময় শাপিরো ও তার পরিবার বাড়ির অন্য একটি অংশে ছিলেন।
এই ঘটনায় তথ্যদাতার জন্য ১০,০০০ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। বালমারকে কীভাবে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
জোশ শাপিরো ও তার স্ত্রী লরি চার সন্তানের বাবা-মা: সোফিয়া, জোনা, ম্যাক্স এবং রিউবেন।
শাপিরোকে ২০২৪ সালে সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সম্ভাব্য রানিং মেট হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত হ্যারিস মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে বেছে নেন।
পেনসিলভানিয়া গভর্নরের বাসভবনটি ১৯৬৮ সালে নির্মিত ২৯,০০০ বর্গফুটের জর্জিয়ান স্টাইলের একটি ভবন, যেখানে এখন পর্যন্ত আটজন গভর্নর বসবাস করেছেন।
জোশ শাপিরো ২০২৩ সাল থেকে পেনসিলভানিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম