ইয়েমেনের রেড সি উপকূলের রাস ইসা বন্দরের একটি জ্বালানি টার্মিনালে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। নিহতদের মধ্যে কয়েকজন প্যারামেডিকও রয়েছেন বলে জানানো হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হুথিদের অর্থ ও রসদ সরবরাহ বন্ধ করতে এই হামলা চালানো হয়েছে। তবে হুথি গণমাধ্যমে প্রকাশিত মৃত্যুর সংখ্যার বিষয়ে মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হুথি বিদ্রোহীরা ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরুর পর থেকে রেড সি ও গালফ অব এডেনে বাণিজ্যিক জাহাজে হামলা চালাতে শুরু করে। এই হামলাগুলোর ফলে কিছু জাহাজ ডুবে গেছে এবং অনেক আন্তর্জাতিক শিপিং কোম্পানি রেড সি রুট ব্যবহার বন্ধ করে দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই জলপথে বিশ্বের প্রায় ১৫% সামুদ্রিক বাণিজ্য পণ্য পরিবহন হয়।
গত এক মাসে যুক্তরাষ্ট্র হুথিদের লক্ষ্য করে হামলা আরও বৃদ্ধি করেছে। সম্প্রতি একটি অভিযানের তথ্য ফাঁস হয়, যখন এক শীর্ষ কর্মকর্তা ভুল করে এক সাংবাদিককে একটি সিগনাল গ্রুপ চ্যাটে যুক্ত করে ফেলেন।
এই ঘটনার ফলে ইয়েমেনে উত্তেজনা আরও বেড়েছে এবং আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম