আমেরিকা

৭০তম জন্মদিনে পৃথিবীতে ফিরে এলেন যুক্তরাষ্ট্রের প্রবীণতম কর্মরত নভোচারী

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক কর্মরত নভোচারী ডন পেটিট তার ৭০তম জন্মদিনে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন। রবিবার (স্থানীয় সময় সকাল ৬:২০, গ্রিনিচ মান সময় ০১:২০), সয়ুজ এমএস-২৬ স্পেস ক্যাপসুলটি প্যারাশুটের সাহায্যে কাজাখস্তানের বিস্তীর্ণ তৃণভূমিতে অবতরণ করে। তার সঙ্গে ছিলেন দুই রাশিয়ান মহাকাশচারী আলেক্সেই ওভচিনিন এবং ইভান ভাগনার। নাসা জানিয়েছে, তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) মোট ২২০ দিন অবস্থান করেছেন এবং এই সময়ে পৃথিবীকে ৩,৫২০ বার প্রদক্ষিণ করেছেন। পেটিটের জন্য এটি ছিল মহাকাশে তার চতুর্থ মিশন। এ পর্যন্ত তিনি মোট ৫৯০ দিন মহাকাশে কাটিয়েছেন। তবে, তিনি এখনও পর্যন্ত কক্ষপথে যাওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি নন। সেই রেকর্ডটি রয়েছে জন গ্লেন-এর দখলে, যিনি ১৯৯৮ সালে নাসার একটি মিশনে ৭৭ বছর বয়সে মহাকাশে যান। তিনি মারা যান ২০১৬ সালে। পৃথিবীতে ফেরার পর, পেটিট ও তার দুই রুশ সহকর্মী কিছু সময় মাধ্যাকর্ষণে পুনরায় অভ্যস্ত হওয়ার জন্য বিশেষ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন। এরপর, ওরেগনে ২০ এপ্রিল ১৯৫৫ সালে জন্ম নেওয়া ডন পেটিটকে পাঠানো হবে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টনে। আর ওভচিনিন ও ভাগনার যাবেন রাশিয়ার প্রধান মহাকাশ প্রশিক্ষণ কেন্দ্র স্টার সিটিতে (Zvyozdniy Gorodok), মস্কোর নিকটবর্তী এলাকায়। ISS ছাড়ার আগে, তারা মহাকাশ স্টেশনের কমান্ড হস্তান্তর করেন জাপানি নভোচারী তাকুয়া ওনিশি-র কাছে। উল্লেখযোগ্যভাবে, গত মাসেই নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনি উইলিয়ামস দীর্ঘ নয় মাস পর পৃথিবীতে ফিরে আসেন, যদিও তাদের প্রাথমিকভাবে মাত্র ৮ দিন মহাকাশে থাকার কথা ছিল। তারা ২০২৪ সালের জুনে ISS-এ যান, তবে যে যানটি তাদের মহাকাশে নিয়ে গিয়েছিল, সেটির কারিগরি ত্রুটির কারণে তারা এই বছরের ১৮ মার্চে পৃথিবীতে ফিরতে সক্ষম হন।

এলএবাংলাটাইমস/ওএম