সানডে (ইস্টার)-তে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আকাশে থাকবে রোদেলা আবহাওয়া ও পরিষ্কার আকাশ — যা দিবসটিকে আরও মনোরম করে তুলবে।
রবিবার উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকবে, যদিও কয়েক দিনের মধ্যেই তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস।
লস অ্যাঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টি অঞ্চলে রবিবার তাপমাত্রা থাকবে ৭০ ডিগ্রি ফারেনহাইটের মাঝামাঝি এবং দিনজুড়ে রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করবে।
ভ্যালি ও ইনল্যান্ড এম্পায়ার অঞ্চলে থাকবে পরিষ্কার আকাশ ও রোদ, এবং তাপমাত্রা উঠবে ৮০ ডিগ্রি পর্যন্ত।
সৈকত অঞ্চলগুলোতে সকালে কিছুটা মেঘ থাকতে পারে, তবে বিকেলের দিকে আকাশ আংশিক মেঘমুক্ত হয়ে উঠবে। এ সময় তাপমাত্রা থাকবে ৬০ ডিগ্রির মাঝামাঝি।
পর্বতাঞ্চলগুলোতে রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৬২ ডিগ্রি এবং রাতের সর্বনিম্ন ৩২ ডিগ্রি। পরবর্তী কয়েক দিন একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।
মরুভূমি অঞ্চলে রবিবারও হালকা বাতাস বইতে পারে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৭৯ এবং সর্বনিম্ন ৪৯ ডিগ্রি। সোমবার এ অঞ্চলে তাপমাত্রা বেড়ে ৮২ ডিগ্রি হতে পারে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম