আমেরিকা

রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ, সাবেক রসায়ন শিক্ষার্থীর দোষ স্বীকার

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের এক সাবেক রসায়ন শিক্ষার্থী, জেমস মর্গান, রাসায়নিক অস্ত্র তৈরির উপকরণ রাখার অভিযোগে দোষ স্বীকার করেছেন। তিনি সরকারী কর্মকর্তারা তার অস্ত্র জব্দ করতে এলে ক্লোরিন গ্যাস ব্যবহারের হুমকি দিয়েছিলেন। প্রসিকিউটরদের মতে, মর্গান একাধিকবার বর্ণবাদী ও সরকারবিরোধী বক্তব্য দিয়েছেন এবং প্রাণঘাতী রাসায়নিক নিয়ে পরীক্ষা চালিয়েছেন। তিনি একটি মিলিশিয়া গঠনের আকাঙ্ক্ষাও প্রকাশ করেছিলেন। মর্গানের আইনজীবীরা তাকে একজন “সুস্থ হওয়ার পথে থাকা মদাসক্ত” হিসেবে বর্ণনা করেন, যিনি “বড় বড় কথা বলেন, কিন্তু তার কাজ সেই কথাগুলোর সমর্থনে যায় না।” এর আগে মর্গান বাড়িতে তৈরি পাইপ বোমা রাখার অভিযোগে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। নতুন রাসায়নিক অস্ত্র মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আদালতের নথি অনুযায়ী, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI) ২০১৯ সালেই মর্গানের কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেয়েছিল। তিনি অনলাইনে এমন একটি ডিভাইস তৈরির কথা লিখেছিলেন যা “অ্যাসিড ছিটিয়ে বামপন্থীদের রসায়নগতভাবে পুড়িয়ে দিবে এবং তাদের মুখ গলিয়ে দেবে মাত্র ১০ ডলারে।” মর্গান সামাজিক যোগাযোগমাধ্যমে তার তৈরি অস্ত্র, যেমন ক্লোরিন গ্যাস উৎপাদনকারী বন্দুক ও হোমমেড ফ্লেমথ্রোয়ার সম্পর্কে গর্বের সঙ্গে পোস্ট করতেন। তিনি ফেসবুক, ইনস্টাগ্রাম ও চরমপন্থী প্ল্যাটফর্ম Gab-এ নিয়মিত বর্ণবাদী এবং সরকারবিরোধী মত প্রকাশ করতেন। তিনি ২০২২ ও ২০২৩ সালে ইউনিভার্সিটি অব উইসকনসিন-হোয়াইটওয়াটারে রসায়ন পড়াশোনা করেন। ২০১৯ সালে পুলিশ তার বাড়িতে এলেও, এবং একটি অ্যাপার্টমেন্ট থেকে ফ্লেমথ্রোয়ারের কারণে উচ্ছেদ হওয়ার পরেও, তাকে গ্রেফতার করা হয়নি। শেষ পর্যন্ত ২০২৩ সালের ডিসেম্বরে FBI কর্মকর্তারা উইসকনসিনের জেনসভিলের একটি ম্যাকডোনাল্ডসে তাকে আটক করেন। তার বাড়ি ও স্টোরেজ ইউনিটে তল্লাশি চালিয়ে পাইপ বোমা, কালো বারুদ, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডসহ বিভিন্ন রাসায়নিক ও আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। গত বছর তিনি পাইপ বোমা রাখার অভিযোগে দোষ স্বীকার করেন এবং দুই বছরের কারাদণ্ড পান। তখন তিনি দাবি করেন, তিনি ও তার মৃত বাবা ব্ল্যাক লাইভস ম্যাটার এবং অ্যান্টিফা কর্মীদের থেকে আত্মরক্ষার জন্য এই বোমাগুলো তৈরি করেছিলেন। তার আইনজীবীরা আদালতে বলেন, মর্গান একজন বর্ণবাদী হলেও সহিংস কিছু করেননি এবং তদন্তে সহায়তা করেছেন। সোমবার মিলওয়াকির একটি আদালতে মর্গান রাসায়নিক অস্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেন। আগামী ১ আগস্ট তার সাজা ঘোষণা করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম