আমেরিকা

ইলিনয়ে আফটার-স্কুল ক্যাম্পে গাড়ি দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের চ্যাথাম এলাকায় একটি আফটার-স্কুল ক্যাম্পে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। নিহতরা সবাই YNOT আফটার-স্কুল ক্যাম্পে উপস্থিত ছিলেন। নিহতদের বয়স আনুমানিক ৪ থেকে ১৮ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, সোমবার স্থানীয় সময় বিকেল ৩:৩০টার দিকে একটি গাড়ি প্রথমে ভবনের বাইরে অবস্থানরত কয়েকজনকে চাপা দেয় এবং পরে সেটি ভবনের ভেতরে ঢুকে আরও কয়েকজনকে আঘাত করে ভবনের অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। এখনো এটি ইচ্ছাকৃত ছিল কিনা তা স্পষ্ট নয়। দুর্ঘটনায় আহত ছয়জনকে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। গাড়ির চালক অক্ষত ছিলেন, তবে তাকে মূল্যায়নের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চালকের বয়স প্রকাশ করেনি পুলিশ এবং ঘটনার উদ্দেশ্য খুঁজে বের করার তদন্ত চলছে। পুলিশ জানায়, ঘটনাস্থলে দ্রুতই তারা পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মধ্যে তিনজন ভবনের বাইরে চাপা পড়েন, আর একজন ভবনের ভেতরে আহত হয়ে মারা যান। স্থানীয় সংবাদমাধ্যম CBS জানায়, দুর্ঘটনার পর বহু অভিভাবক ও শিশুদের সনাক্তে সহায়তা করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনের গায়ে বড় বড় গর্ত দেখা গেছে এবং আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ইলিনয়ের গভর্নর জেবি প্রিজকার এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেন, “আমার প্রশাসন দুর্ঘটনার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চলুন সবাই একসাথে এই দুঃখজনক সময়ে চ্যাথাম সম্প্রদায়ের পাশে দাঁড়াই।” ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটর ডোরিস টার্নার বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতায় আমার কার্যালয় প্রস্তুত রয়েছে।” চ্যাথাম পুলিশ তাদের ফেসবুক পেজে সবাইকে এ ঘটনার জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে। YNOT আফটার-স্কুল ক্যাম্প শিশুদের জন্য বাইরের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, যার মধ্যে রয়েছে ফিল্ড ট্রিপ, হাইকিং, মাছ ধরা ইত্যাদি। চ্যাথাম একটি ছোট গ্রাম, যা ইলিনয়ের রাজধানী স্প্রিংফিল্ড থেকে মাত্র তিন মাইল (৪.৮ কিমি) দূরে অবস্থিত এবং প্রায় ১৪,০০০ মানুষের বসবাস।

এলএবাংলাটাইমস/ওএম