ওয়াল স্ট্রিটে মার্কিন শেয়ারবাজার এক মাস আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী ট্যারিফ আরোপের পর হওয়া ক্ষতি কাটিয়ে উঠেছে। শুক্রবার মার্কিন বাজারে সূচকগুলো শক্তিশালী উত্থান দেখিয়েছে, যা বিগত দুই দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘ জয়যাত্রা হিসেবে রেকর্ড গড়েছে।
শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক সূচক উভয়ই ১.৫% বেড়েছে, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ বেড়েছে ১.৪%।
বিশেষভাবে প্রযুক্তি খাতে ছিল সবচেয়ে বেশি উত্থান। মাইক্রোসফট ও এনভিডিয়া-র শেয়ারদর ২% এরও বেশি বেড়েছে।
এই ইতিবাচক প্রবণতা আসে এমন এক সময়, যখন মার্কিন শ্রম দপ্তর জানিয়েছে এপ্রিল মাসে ১,৭৭,০০০ নতুন চাকরি যুক্ত হয়েছে, যা বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে গেছে। যদিও মার্চ মাসের তুলনায় এটা ছিল কিছুটা মন্থর, তবে বেকারত্বের হার স্থির থেকেছে ৪.২% এ।
এছাড়াও বিনিয়োগকারীদের জন্য আশা জাগানিয়া এক ঘোষণা এসেছে বেইজিং থেকে। চীন সরকার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা চালানোর একটি প্রস্তাব বিবেচনা করছে।
বর্তমানে ১৪৫% হারে আমদানির উপর কর বসানোয় চীন সবচেয়ে বেশি ট্যারিফের মুখোমুখি।
অনেক বিশ্লেষক মনে করছেন, এই চাকরির রিপোর্ট অর্থনীতিতে মন্দার আশঙ্কা কমিয়েছে, যদিও এই সপ্তাহেই বাণিজ্য দপ্তরের তথ্য বলছে তিন বছরের মধ্যে প্রথমবার যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হয়েছে।
হাই ফ্রিকোয়েন্সি ইকোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ কার্ল ওয়াইনবার্গ বলেন, “এই পরিসংখ্যানে মন্দার কোনো ইঙ্গিত নেই।”
প্রিন্সিপাল অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান বৈশ্বিক কৌশলবিদ সিমা শাহ বলেন, “পরবর্তী মাসগুলোতে অর্থনীতি দুর্বল হতে পারে, তবে বর্তমানে যে গতি দেখা যাচ্ছে, তাতে যদি সময়মতো ট্যারিফ ইস্যু থেকে সরে আসা যায়, তাহলে যুক্তরাষ্ট্র মন্দা এড়াতে পারে।”
তবে ফিচ রেটিংস-এর মার্কিন অর্থনৈতিক গবেষণা প্রধান ওলু সোনোলা সতর্ক করে বলেন, “চাকরির প্রতিবেদনে ইতিবাচক দিক থাকলেও, সামগ্রিক দৃষ্টিকোণ এখনও অত্যন্ত অনিশ্চিত।”
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম