আমেরিকা

২০২০ সালের নির্বাচন নিয়ে ট্রাম্পের দাবির বিরোধিতা করায় ‘জেএফকে কারেজ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন মাইক পেন্স

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ডোনাল্ড ট্রাম্পের সহকারী মাইক পেন্স ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের ভুয়া জালিয়াতির দাবি প্রত্যাখ্যান করায় সম্মানজনক 'জন এফ কেনেডি প্রোফাইল ইন কারেজ অ্যাওয়ার্ড' পাচ্ছেন। রোববার বস্টনের জন এফ কেনেডি প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে তাকে এই পুরস্কার প্রদান করা হবে। এই পুরস্কারটি যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি রচিত ১৯৫৭ সালের বিখ্যাত বই Profiles in Courage–এর নামে প্রবর্তিত। এতে যুক্তরাষ্ট্রের আটজন সিনেটরের গল্প বলা হয়, যারা নীতিগত অবস্থানের কারণে জনপ্রিয়তা হারালেও নিজেদের বিশ্বাস থেকে সরে যাননি। ১৯৮৯ সালে কেনেডি পরিবার এই পুরস্কার চালু করে। ২০২১ সালের ৬ জানুয়ারি, যখন ডোনাল্ড ট্রাম্পের উসকানিতে শত শত সমর্থক মার্কিন ক্যাপিটল হিলে হামলা চালায়, তখন ভাইস প্রেসিডেন্ট পেন্স ইলেক্টোরাল ভোট বাতিলের জন্য ট্রাম্পের চাপ প্রত্যাখ্যান করেন। তিনি নিজে ক্যাপিটলের ভেতরে থেকে কংগ্রেস অধিবেশনে নির্বাচনের ফলাফল অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করেন, যা যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক প্রতীক। সেদিন দাঙ্গাকারীরা "হ্যাং মাইক পেন্স" বলে স্লোগান দেয় এবং ট্রাম্পও জনসমক্ষে পেন্সের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। জেএফকে লাইব্রেরি ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, “৬ জানুয়ারির ঘটনায় মাইক পেন্স তার জীবন ও রাজনৈতিক ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলেও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন — এজন্য আমরা তাকে সম্মান জানাচ্ছি।” পেন্সকে পুরস্কার তুলে দেবেন জন এফ কেনেডির কন্যা ক্যারোলিন কেনেডি এবং নাতি জ্যাক শ্লসবার্গ। ট্রাম্পের সঙ্গে মতবিরোধের পর থেকেই পেন্স রিপাবলিকান পার্টির মূলধারায় কোণঠাসা। ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় মূল প্রাইমারির আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ান। বর্তমানে তিনি একটি রক্ষণশীল রাজনৈতিক গ্রুপ Advancing American Freedom চালাচ্ছেন, যা তথাকথিত "উগ্র বামপন্থী ও লিবারেল মিডিয়া"র সমালোচনা করে থাকে। তিনি রবার্ট এফ কেনেডি জুনিয়রের স্বাস্থ্যমন্ত্রী মনোনয়নের বিরুদ্ধেও প্রচার চালিয়েছেন। এই পুরস্কারের পূর্বপ্রাপকদের মধ্যে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ এইচ ডব্লিউ বুশ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এবং রিপাবলিকান কংগ্রেসওম্যান লিজ চেনি। এক বিবৃতিতে মাইক পেন্স বলেন, "আমি অত্যন্ত সম্মানিত ও বিনীত অনুভব করছি।"

এলএবাংলাটাইমস/ওএম